বুলবুল | |
---|---|
![]() প্রচারণা পোস্টার | |
পরিচালক | অনভিতা দত্ত |
প্রযোজক | অনুষ্কা শর্মা কর্ণেশ শর্মা [১] |
রচয়িতা | অনভিতা দত্ত |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | অমিত ত্রিবেদী |
চিত্রগ্রাহক | সিদ্ধার্থ দিওয়ান |
সম্পাদক | রামেশ্বর এস ভগত |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বুলবুল হলো ২০২০ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার লোমহর্ষক চলচ্চিত্র।[২] এর গল্প লেখক ও পরিচালক অনভিতা দত্ত ।[৩][৪] এটি ক্লিন স্লেট ফিল্মসের অধীনে অনুষ্কা শর্মা এবং কর্নেশ শর্মা দ্বারা প্রযোজনা করা হয়েছিল।[১] অবিনাশ তিওয়ারি, পাওলি দাম, রাহুল বোস ও পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন তৃপ্তি ডিমরি ।
অনেক রিভিউতে প্রশংসিত হয়েছেন তৃপ্তি ডিমরি।[৫][৬] ১৮৮০-এর দশকের বেঙ্গল প্রেসিডেন্সির পটভূমিতে তৈরি ছবিটি একটি শিশু-বধূ এবং তার নির্বোধ থেকে পরাক্রমশালী হওয়ার ঘটনা আবর্তিত হয়েছে। বুলবুল ২০২০ সালের ২৪ জুন নেটফ্লিক্স এ মুক্তি পায় ।[৭][৮]
বছর | পুরস্কার | বিভাগ | প্রাপক(গুলি) | ফলাফল | Ref. |
---|---|---|---|---|---|
২০২০ | ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার | সেরা চলচ্চিত্র (ওয়েব অরিজিনাল) | অনুষ্কা শর্মা এবং কর্নেশ শর্মা | মনোনীত | [৯] |
ওয়েব মৌলিক চলচ্চিত্রে সেরা অভিনেত্রী | তৃপ্তি ডিমরি | বিজয়ী | |||
ওয়েব মৌলিক চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা | রাহুল বোস | বিজয়ী |