স্টেডিয়ামের তথ্যাবলি | |||||
---|---|---|---|---|---|
অবস্থান | বুলাওয়েও, মাতাবেলেল্যান্ড, জিম্বাবুয়ে | ||||
দেশ | জিম্বাবুয়ে | ||||
স্থানাঙ্ক | ২০°০৯′৫৩.৪১″ দক্ষিণ ২৮°৩৫′৩৬.৫৪″ পূর্ব / ২০.১৬৪৮৩৬১° দক্ষিণ ২৮.৫৯৩৪৮৩৩° পূর্ব | ||||
প্রতিষ্ঠা | ১৮৯৪ | ||||
ধারণক্ষমতা | ১২,০০০ | ||||
স্বত্ত্বাধিকারী | বুলাওয়েও অ্যাথলেটিক ক্লাব | ||||
ভাড়াটে | জিম্বাবুয়ে ক্রিকেট | ||||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||||
একমাত্র পুরুষ টেস্ট | ১ নভেম্বর ১৯৯২: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||
প্রথম পুরুষ ওডিআই | ৩১ অক্টোবর ১৯৯২: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||
সর্বশেষ পুরুষ ওডিআই | ৮ মার্চ ২০১৮: আফগানিস্তান ![]() ![]() | ||||
প্রথম পুরুষ টি২০আই | ১১ জুলাই ২০২২: জার্সি ![]() ![]() | ||||
সর্বশেষ পুরুষ টি২০আই | ১৭ জুলাই ২০২২: পাপুয়া নিউগিনি ![]() ![]() | ||||
ঘরোয়া দলের তথ্য | |||||
| |||||
৮ মার্চ ২০১৮ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো |
বুলাওয়েও অ্যাথলেটিক ক্লাব[১] হল জিম্বাবুয়ের বুলাওয়েও শহরের একটি ক্রীড়া সংগঠন। এই সংগঠন একই নামে এই ক্রিকেট স্টেডিয়ামটি পরিচালনা করে। ১৯৮৪ সালে নির্মিত এই মাঠে মূলত ক্রিকেট খেলা হয়। পাশাপাশি টেনিস, স্কোয়াশ, বিলিয়ার্ডস প্রভৃতিও অনুষ্ঠিত হয়। বহু আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনে বিখ্যাত এই মাঠটি।[২]
এখনও পর্যন্ত ২টি টেস্ট শতক এই মাঠে হয়েছে। [৩]
নং | রান | খেলোয়াড় | দল | বল | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ১১৯ | রড ল্যাথাম | ![]() |
২১৪ | ![]() |
১ নভেম্বর ১৯৯২ | ড্র |
২ | ১০১* | কেভিন আরনট | ![]() |
২০০ | ![]() |
১ নভেম্বর ১৯৯২ | ড্র |
এখনও পর্যন্ত ১টি ওডিআই শতক হয়েছে।[৪]
নং | রান | খেলোয়াড় | দল | বল | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৫৭* | ক্যালাম ম্যাকলিওড | ![]() |
১৪৬ | ![]() |
৪ মার্চ ২০১৮ | জয় |
একবারই মাত্র এটি সংঘটিত হয়েছে।[৫]
নং | বোলার | তারিখ | দল | প্রতিপক্ষ | ইনিংস | ওভার | রান | উইকেট | ইকোনমি | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | দীপক প্যাটেল | ১ নভেম্বর ১৯৯২ | ![]() |
![]() |
২ | ৪০.৪ | ১১৩ | ৬ | ২.৭৭ | ড্র |