আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | স্কট এস. শেপার্ড ও অন্যান্য |
আবিষ্কারের তারিখ | ২০১৭ |
বিবরণ | |
বিকল্প নামসমূহ | এস/২০১৭ জে ৫ |
কক্ষপথের বৈশিষ্ট্য [১] | |
অর্ধ-মুখ্য অক্ষ | ২৩২৩২০০০ কিমি |
উৎকেন্দ্রিকতা | ০.২৮৪ |
কক্ষীয় পর্যায়কাল | −৭১৯.৫ দিন |
গড় ব্যত্যয় | ৭৭.৫° |
নতি | ১৬৪.৩° |
উদ্বিন্দুর দ্রাঘিমা | ১১৮.২° |
অনুastron উপপত্তি | ১১.৯° |
যার উপগ্রহ | বৃহস্পতি |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
আপাত মান | ২৩.৫ |
বৃহস্পতি ৬৬ (ইংরেজি: Jupiter LXVI) হল বৃহস্পতির একটি বহিঃস্থ প্রাকৃতিক উপগ্রহ। এটি পূর্বে এস/২০১৭ জে ৫ (ইংরেজি: S/2017 J 5) নামে পরিচিত ছিল। ২০১৭ সালে স্কট এস. শেপার্ডের নেতৃত্বাধীন জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই উপগ্রহটি আবিষ্কার করেন। ২০১৮ সালের ১৭ জুলাই মাইনর প্ল্যানেট সেন্টার থেকে প্রকাশিত একটি মাইনর প্ল্যানেট ইলেকট্রনিক সার্কুলারের মাধ্যমে এই আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।[২] উপগ্রহটির ব্যাস প্রায় ২ কিলোমিটার এবং এটি প্রায় ২৩,২৩২,০০০ কিলোমিটারের একটি প্রায়-প্রধান কক্ষে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে। এটির কক্ষীয় নতি প্রায় ১৬৪.৩°।[১] এই উপগ্রহটি কারমে গোষ্ঠীর অন্তর্গত।