বেঙ্গালুরু মেট্রো | |||
---|---|---|---|
![]() | |||
সংক্ষিপ্ত বিবরণ | |||
অবস্থান | বেঙ্গালুরু, ভারত | ||
পরিবহনের ধরন | দ্রুত পরিবহণ | ||
লাইনের (চক্রপথের) সংখ্যা | ২ [১] | ||
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ৪১ (পর্ব এক)[১] | ||
দৈনিক যাত্রীসংখ্যা | ৪,০০,০০০ (২০১৮)[২] | ||
বাৎসরিক যাত্রীসংখ্যা | ১৩১.৭ মিলিয়ন (২০১৮)[২] | ||
প্রধান কার্যালয় | বেঙ্গালুরু | ||
ওয়েবসাইট | http://www.bmrc.co.in/ | ||
চলাচল | |||
পরিচালক সংস্থা | বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন (বিএমআরসিএল) | ||
রেলগাড়ির দৈর্ঘ্য | ৩-৬ কোচ ট্রেন | ||
কারিগরি তথ্য | |||
মোট রেলপথের দৈর্ঘ্য | ৪২.৩ কিলোমিটার (২৬.৩ মাইল) [১] (Phase I) | ||
রেলপথের গেজ | ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) আদর্শ গেজ | ||
বিদ্যুতায়ন | তৃতীয় রেল ৭৫০ ভি ডিসি | ||
গড় গতিবেগ | ৩২ কিমি/ঘ (২০ মা/ঘ) | ||
শীর্ষ গতিবেগ | ৬৭.৫ কিমি/ঘ (৪১.৯ মা/ঘ) | ||
|
নাম্মা মেট্রো (কন্নড়: ನಮ್ಮ ಮೆಟ್ರೊ "আমাদের মেট্রো"), যা বেঙ্গালুরু মেট্রো নামে পরিচিত (কন্নড়: ಬೆಂಗಳೂರು ಮೆಟ್ರೊ), হল ভারতের বেঙ্গালুরু শহরের একটি গণ রেলপরিবহন ব্যবস্থা। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন এই রেল চালায়। ২০১১ সালের ২০ অক্টোবর বেঙ্গালুরু মেট্রোর উদ্বোধন হয়েছে। প্রথম ধাপে বাইয়াপ্পানাহল্লি থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত ট্রেন চলাচল করছে।[৩] এই রেলব্যবস্থা ম্যাজেস্টিক (কেম্পেগৌড়া বাস স্টেশন ও বেঙ্গালুরু মেট্রো স্টেশন), সম্পিগ রোড, হাডসন সার্কেল ও মহাত্মা গান্ধী রোড এলাকার ট্রাফিক সমস্যার সমাধানার্থে গড়ে তোলা হয়েছে।[৪]