বেজতিল মসজিদ

বেজতিল ইভেল মসজিদ
Xhamia e Bejtyl Evel
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নী ইসলাম
অবস্থান
অবস্থানতিরানা, কেন্দ্রীয় আলবানিয়া, আলবেনিয়া
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ১৯৯৫
বিনির্দেশ
ধারণক্ষমতা২,৫০০ worshipers
মিনার2

বেজতিল ইভেল মসজিদ (আলবেনীয়: Xhamia e Bejtyl Evel; এছাড়াও বেজতুল ইভিল মসজিদ নামে পরিচিত) হচ্ছে আলবেনিয়ার তিরানায় অবস্থিত আহমদীয়া মসজিদ।[]

বেজতিল ইভেল মসজিদ (আরও সাধারণভাবে বায়তুল আউয়াল মসজিদ নামে পরিচিত) দেশের অন্যতম বৃহত্তম মসজিদ।[] ১৯৯৫ সালে মির্জা তাহির আহমদ এটি উদ্বোধন করেছিলেন। এই মসজিদটি আলবানিয়ায় প্রথম মসজিদ হিসেবে নির্মাণ করা হয়েছে। এটি রাজধানী দারুল ফালাহ নামে একটি গেস্ট হাউস দ্বারাও গঠিত। এই মসজিদে প্রায় ২,৫০০ লোক একসাথে নামাজ আদায় করতে পারে। এর ২টি সাদা মিনার রয়েছে।

আহমদিয়া মুসলিম সম্প্রদায়

[সম্পাদনা]

আহমদিয়া মুসলিম সম্প্রদায়টি ১৯৩৪ সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল।[] আহমদিয়া মসজিদটি মসজিদটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে আহমদিয়া সম্প্রদায়ের অনুদান হিসেবে অর্থায়ন করা হয়েছিল।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Home"Xhemati Musliman Ahmedia (আলবেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-১৯ 
  2. "Baitul Awal - Tirana Albania"ahmadiyyamosque.blogspot.bg। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-১৯ 
  3. "IslamAhmadiyya - Ahmadiyya Muslim Community - Al Islam Online - Official Website"www.alislam.org। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-১৯