বেটি কম্পসন | |
---|---|
Betty Compson | |
জন্ম | এলিনর লুইসিম কম্পসন ১৯ মার্চ ১৮৯৭ বিভার, ইউটা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৮ এপ্রিল ১৯৭৪ গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৭)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯১৫-১৯৪৮ |
দাম্পত্য সঙ্গী | জেমস ক্রুজ (বি. ১৯২৪; বিচ্ছেদ. ১৯৩০) আরভিং ওয়েনবার্গ (বি. ১৯৩৩; বিচ্ছেদ. ১৯৩৭) সিলিভিয়াস জ্যাক গল (বি. ১৯৪৪; মৃ. ১৯৬২) |
স্বাক্ষর | |
বেটি কম্পসন (জন্ম এলিনর লুইসিম কম্পসন; ১৯ মার্চ ১৮৯৭ - ১৮ এপ্রিল ১৯৭৪) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। তিনি হলিউডের নির্বাক যুগ থেকে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি দ্য ডকস অব নিউ ইয়র্ক ও দ্য বার্কার চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। দ্য বার্কার চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল হেয়ার কামস ট্রাবল (১৯৪৮)। এরপর তিনি অভিনয় থেকে অবসর নেন।
কম্পসন ১৮৯৭ সালের ১৯ই মার্চ ইউটা অঙ্গরাজ্যের বিভারের এক খনির ক্যাম্পে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা ভার্জিল কম্পসন এবং মাতা ম্যারি রাউশার।[২] তার পিতা ছিলেন খনির প্রকৌশলী, স্বর্ণ অনুসন্ধানী ও মুদি দোকানের মালিক, এবং তার মা গৃহপরিচারিকা ও হোটেলে কাজ করতেন।[২] কম্পসন সল্ট লেক হাই স্কুলে পড়াশোনা করেন।[৩] তার কিশোর বয়সে তার পিতা মারা যান, এবং তিনি সল্ট লেক সিটিতে একটি থিয়েটারে বেহালাবাদক হিসেবে কাজ পান।[৪]
১৯২৮ সালে তিনি ফার্স্ট ন্যাশনাল পিকচার্সের অংশিক সবাক চলচ্চিত্র দ্য বার্কার-এ অভিনয় করেন। এই চলচ্চিত্রে ক্যারি চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, তবে তিনি ককুট চলচ্চিত্রের জন্য মনোনীত ম্যারি পিকফোর্ডের নিকট হেরে যান।[৫] একই বছর তিনি নির্বাক কোর্ট-মার্শাল চলচ্চিত্রে কাজ করেন, যা বর্তমানে পাওয়া যায় না। এছাড়া তিনি এই বছর জোসেফ ফন স্টার্নবের্গের বিপুল সমাদৃত দ্য ডকস অব নিউ ইয়র্ক চলচ্চিত্রে একজন যৌনকর্মী চরিত্রে অভিনয় করেন।