বেণু মাধব వేణుమాధవ్ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৫ সেপ্টেম্বর ২০১৯ | (বয়স ৪৯)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা |
পুরস্কার | নন্দী পুরস্কার |
বেণু মাধব (৩০ ডিসেম্বর ১৯৬৯–২৫ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন উপস্থাপক, অনুকৃতিশিল্পী ও কৌতুকাভিনেতা ছিলেন যিনি ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১] তিনি তেলুগু চলচ্চিত্রে বেশি কাজ করলেও তামিল ও কন্নড় চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি অনুকৃতিশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন এবং বিখ্যাত ব্যক্তি, রাজনীতিবিদ ও আঞ্চলিক ভাষায় অনুকৃতি করতেন।[২] তিনি মাস্টার (১৯৯৭) ও থোলি প্রেমা (১৯৯৮) এর মত চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।[৩][৪]
২০০৬ সালে লক্ষ্মী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুকাভিনেতা বিভাগে নন্দী পুরস্কার লাভ করেছিলেন তিনি। এছাড়াও ২০০৩ সালে দিল ও ২০০৪ সালে সিয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুকাভিনেতা বিভাগে সিনেমা পুরস্কার লাভ করেছিলেন তিনি।[৫] তিনি ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ৩৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][২][৬][৭]
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯৯৬ | সম্প্রদায়ম | ||
১৯৯৭ | গোকুলামলো সীতা | ||
মাস্টার | বেণু | ||
১৯৯৯ | সুস্বাগতম | ||
থোলি প্রেমা' | আরনল্ড শেখর | ||
থাম্মুদু | সুব্বুর বন্ধু | ||
২০০০ | |||
যুবরাজু | |||
এন্নাভালে | মোহন | তামিল | |
আঙ্কেল | |||
২০০১ | লেডি ব্যাচেলরস | ||
প্রিয়ামাইনা নিকু/কাধাল সুঘামানাথু | চাচা | তেলুগু/তামিল | |
আক্কা বাভেক্কাদা | |||
স্নেহামান্তে ইদেরা | |||
আন্দারিকি ভান্দানালু | |||
২০০২ | আদি | ||
ভাসু | |||
আদ্রুস্তাম | তরুণের বন্ধু | ||
সোন্থাম | শেশামের বন্ধু | ||
নুভভে নুভভে | |||
গেমেনি | |||
নিনু চুদাকা নেনুদালেনু | |||
২০০৩ | নাগা | ||
দিল | বেণু | ||
সিমহাদ্রি | আইয়ের | ||
কল্যানা রামুদু | শেশামের বন্ধু | ||
সাম্বারাম | |||
সিমহাচালাম | |||
পেল্লামথো পানেন্তি | |||
অভিমন্যু | |||
২০০৪ | অন্ধ্রওয়ালা | ||
আনান্দায়ামানান্দামায়ে | |||
ভেনকি | ট্রেন কালেক্টর নিপ্পু নাগারাজু | ||
আর্য | অজয়ের বন্ধু | ||
আদাভি রামুদু | হানুমান্থ | ||
সাম্বা | ম্যাকডোয়েল মানির সহযোগী | ||
শিব শঙ্কর | |||
ইন্তলো শ্রীমাথি ভিধিলো কুমারী | |||
গৌরী | দেব আনন্দ | ||
গুদুম্বা শঙ্কর | |||
সিয়ে | নাল্লা বালু | ||
শঙ্কর দাদা এমবিবিএস | |||
মাস | ভিক্ষুক | ||
২০০৫ | ধৈর্যম | ||
ওরে পাণ্ডু | বেণু | ||
সংক্রান্তি | নাল্লা বালু | ||
স্রাভানামাসাম | এমএ রাত্নাম | ||
বাণী | দাইভা সাহায়ামের সহকারী | ||
রাধা গোপালাম | |||
সুভাষ চন্দ্র বোস | রেডিও | ||
হাঙ্গামা | বালু | ||
মি. এররাবাবু | ক্রিস | ||
আথানোক্কাদে | গুলাব সিং | ||
আন্দারিভাদু | গোবিন্দরাজুর বন্ধু | ||
কাঞ্চানামাল কেবল টিভি | |||
সুপার | ট্যাটুইস্ট | ||
প্লিজ নাকু পেল্লাইন্দি | গুরুজি | ||
আল্লারি বুল্লোদু | বালু | ||
মুদ্দুলা কোদুকু | |||
গুড বয়' | ভেতুরি সুন্দারা রামা মূর্তি | ||
পলিটিকাল রাউডি | |||
ছত্রপতি | মহেশ নান্দা | ||
জয় চিরঞ্জীবা | বেণু | ||
ভাগিরাথা | |||
মোদাতি সিনেমা | |||
মোগুদা পেল্লাম | |||
মহানন্দী | |||
গৌতম এসএসসি | |||
২০০৬ | দেবদাসু | ||
লক্ষ্মী | টাইগার সাত্তি | ||
হ্যাপি | |||
সারাদা সারাদাগা | ওয়েটার | ||
রণম | বেণু | ||
রাম | |||
পোকিরি | ভিক্ষুক সংগঠনের সহসভাপতি | ||
বাঙ্গারাম | সতীশ | ||
কিথা কিথালু | চেন ছিনতাইকারী | ||
মায়াজালাম | ভূত | ||
অশোকা | জাগগু | ||
আন্দালা রামুদু | রামুদুর সৎভাই | ||
ভাগ্যলক্ষ্মী বাম্পার ড্র | আফিসু | ||
গোপি - গোদ্দা মিদা পিল্লি | কৃষ্ণুন্দু | ||
পেল্লাইনা কোথালো | |||
খতরনাক | পুলি | ||
আন্নাভারাম | নারাসিমহা | ||
২০০৭ | দেসামুদুরু | চা বিক্রেতা | |
যোগী | |||
মাহারাধি | |||
এভাদাইথে নাকেন্তি | |||
মাধুমাসাম | পুল্লাইয়া | ||
শ্রী মহালক্ষ্মী' | ভিক্ষুক | ||
মুন্না | মোহন | ||
অপারেশন দুর্যোধন | |||
ভূকৈলাস | কৈলাস | ||
টস | |||
আথিধি | |||
ভিয়্যালাভ্রি কায়্যালু | |||
সীমা শাস্ত্রী | |||
তাক্কারি | |||
গোদাভা | |||
মহারাজশ্রী | |||
স্টেট রাউডি | |||
ভাজান্ত্রিলু | |||
২০০৮ | কৃষ্ণ | প্রজা | |
দোঙ্গা সাচিনোল্লু | |||
কৃষ্ণার্জুনা | |||
ইদি সাঙ্গাথি | |||
ভদ্রাদ্রি | |||
প্রেমাভিষেকাম | নাগেশ্বর রাও | ||
আতাদিস্তা | |||
ভালে দোঙ্গালু | লরি চালক | ||
বোম্মানা ব্রাদার্স চন্দনা সিস্টার্স | |||
মাইকেল মাদানা কামারাজু | |||
হরে রাম | |||
উল্লসামগা উতসাহামগা | নকল কোটিপতি | ||
মা আয়না চান্তি পিল্লাদু | |||
কাথানায়াকুদু | |||
গাজিবিজি | |||
সিদ্দু ফ্রম সিকুলাম | আপেল | ||
গুন্দে ঝাল্লুমান্দি | সফটওয়্যার প্রকৌশলী রাজেশ | ||
চিন্তাকায়ালা রবি | সাই | ||
ব্লেড বাবজি | বাবজির দলেত সদস্য | ||
নেনিন্থে | বেণু | ||
কিং | টেনসন বোন্দা | ||
২০০৯ | মাস্কা | ||
কোচেম ইশতাম কোচেম কাশতাম | বাঙ্গারাম | ||
মাল্লি মাল্লি | |||
টিক টিক টিক | |||
কিক | গাড়িচালক আজম | ||
না স্টাইল বীরু | এস.আই. রাজালিঙ্গম | ||
দ্রোনা | |||
এভারাইনা এপুদাইনা | |||
গোপী গোপিকা গোদাভারি | |||
সামারধুদু | |||
এক নিরঞ্জন | চিট্টি | ||
আর্য ২ | |||
রুপি ৯৯৯ মাত্রামে | |||
২০১০ | সীতা রামুলা কালিয়ানাম লাঙ্কালো | ||
আকাসা রামান্না | পি.টিমোথি | ||
স্নেহা গিথাম | প্রভাষক এইডস পাপা রাও | ||
সিমহা | সংস্কৃত প্রভাষক ভেঙ্কটারাত্নাম | ||
বৃন্দাবনম | চিট্টি | ||
কাথি কান্থা রাও | ভাসু | ||
২০১১ | কাথা স্ক্রিনপ্লে দারসাকাতাভাম আপ্পালারাজু | গান্নু | |
দোঙ্গালা মুথা | |||
শক্তি | সাত্তি বাবু | ||
চাত্তাম | |||
বদ্রিনাথ | |||
ধান্দা | |||
মানি মানি মোর মানি | শঙ্করাভারানাম | ||
ভিদু থেদা | উদাতা ভাস্কর | ||
২০১২ | বডিগার্ড | 'ক্যাশ' রেড্ডি | |
রাচা | |||
নুভভেকাদ্দুন্তে নেনাক্কাদুন্তা | |||
২০১৩ | নায়ক | বেণু | |
সিথাম্না ভাকিতলো সিরিমাল্লে চেত্তু | |||
জাফফা | |||
সামথিং সামথিং | কোন আইস বাভা | ||
আদ্দা | |||
মাসালা | আদমশুমারি কর্মকর্তা | ||
নেনেম...চিন্না পিল্লানা? | |||
২০১৪ | যুদ্ধম | সিনু | |
লাড্ডু বাবু | |||
জাম্প জিলানি | |||
অটোনগর সূর্য | |||
২০১৫ | রে | ভাইরাস | |
রুধ্রামাদেবী | তিত্তিবি | ||
২০১৬ | ড. পারামানান্দাইয়াহ স্টুডেন্ট |