ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | অ্যান্তনিও আলবার্তো বাস্তোস পিম্পারেল[১] | ||
জন্ম | [১] | ১ মে ১৯৮২||
জন্ম স্থান | লিসবন, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | গোস্তেপে | ||
জার্সি নম্বর | ১৩ | ||
যুব পর্যায় | |||
১৯৯২–১৯৯৫ | পোন্তে ফিয়েলাস | ||
১৯৯৫–২০০১ | স্পোর্তিং সিপি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০১–২০০৪ | স্পোর্তিং সিপি বি | ২৫ | (০) |
২০০২–২০০৪ | স্পোর্তিং সিপি | ০ | (০) |
২০০২–২০০৩ | → কাজা পিয়া (ধার) | ৩৮ | (০) |
২০০৪–২০০৫ | শাভেস | ০ | (০) |
২০০৫–২০০৬ | মার্কো | ২৭ | (০) |
২০০৬–২০০৯ | লেইশোয়েস | ৮৪ | (০) |
২০০৯–২০১২ | পোর্তো | ১২ | (০) |
২০১১–২০১২ | → সিএফআর ক্লুই (ধার) | ২৭ | (০) |
২০১২–২০১৩ | ব্রাগা | ১৫ | (০) |
২০১৩ | → সেভিয়া (ধার) | ১৪ | (০) |
২০১৩–২০১৬ | সেভিয়া | ৫৫ | (০) |
২০১৬–২০১৭ | স্পোর্তিং সিপি | ৩ | (০) |
২০১৭– | গোস্তেপে | ২৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০২–২০০৪ | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ৩ | (০) |
২০০৯– | পর্তুগাল | ১৩ | (০) |
অর্জন ও সম্মাননা | |||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
অ্যান্তনিও আলবার্তো বাস্তোস পিম্পারেল (জন্ম: ১ মে ১৯৮২), সহজভাবে বেতো নামে পরিচিত, হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি তুর্কি ক্লাব গোস্তেপে এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৯ সালে, পোর্তোয় স্থানান্তর হওয়ার আগে তিনি লেইশোয়েসে খেলার মাধ্যমে সকলের কাছে পরিচিতি লাভ করেন। তিনি দুই মৌসুমের জন্য পোর্তোর বদলি গোলরক্ষক হিসেবে খেলেছেন। রোমান ক্লাব সিএফআর ক্লুইয়ে ধারে খেলে তিনি ২০১৩ সালের জানুয়ারি মাসে, স্পেনীয় লা লিগার ক্লাব সেভিয়ায় যোগদান করেন। তিনি এই ক্লাবের হয়ে ৮৭টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন এবং দুইটি উয়েফা ইউরোপা লিগ ট্রফি জয়লাভ করেছেন।
তিনি ২০০৯ সালে, পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি এপর্যন্ত জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি দুইটি ফিফা বিশ্বকাপ এবং ২০১২ উয়েফা ইউরোর মতো প্রতিযোগিতায় পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন।
স্পোর্তিং সিপি
লেইশোয়েস
পোর্তো
ক্লুই
ব্রাগা
সেভিয়া
পর্তুগাল