বেনি অ্যান্ড বাবলু

বেনি অ্যান্ড বাবলু
অফিসিয়াল মুভি পোস্টার
পরিচালকইউনূস সাজওয়াল
প্রযোজকউমেশ চৌহান ও বাবলু উদ্দিন
রচয়িতাগল্প ও চিত্রনাট্য:
ইউনূস সাজওয়াল
সংলাপ:
ফরহাদ-সাজিদ
শ্রেষ্ঠাংশেকে কে মেনন
রাজপাল যাদব
রিয়া সেন
শ্বেতা তিওয়ারী
রুখসার রহমান
অনিতা হাস্যনন্দনী
রিচা চাড্ডা
মৌসুমী উদেশী
হিতেন পেইন্টাল
আসিফ শেখ
সুরকারআমজাদ নাদিম
মুক্তি
  • ১ অক্টোবর ২০১০ (2010-10-01)
দেশ ভারত
ভাষাহিন্দি

বেনি অ্যান্ড বাবলু ২০১০ সালের একটি বলিউড ব্যঙ্গাত্মক কমেডি চলচ্চিত্র, যা প্রযোজনা করেছেন উমেশ চৌহান এবং পরিচালনা করেছেন প্রখ্যাত চিত্রনাট্যকার ইউনুস সাজাওয়াল। ছবিটি ২০১০ সালের অক্টোবরে চামুন্ডা ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন, রাজপাল যাদব, রিয়া সেন, শ্বেতা তিওয়ারী, রুখসার রহমান, অনিতা হাস্যনন্দনী, রিচা চাড্ডা, মৌসুমী উদেশী, হিতেন পেইন্টাল এবং আসিফ শেখ[]

কাহিনীসংক্ষেপ

[সম্পাদনা]

মুম্বাইয়ের আকর্ষণীয়তায় মুগ্ধ হয়ে, বেনি এবং বাবলু নামে দুই বন্ধু আলাদা আলাদা জায়গায় চাকরি নেয়: বেনি একটি পাঁচ তারকা হোটেলের বেলবয় হিসাবে এবং বাবলু একটি মহিলা পরিষেবা বারে ওয়েটার হিসাবে কাজ করে।

বেনি বিশ্বাস করে যে তার কাজটি বাবলুর চেয়ে ভালো এবং বারবার তাকে উপহাস করে। কিন্তু বেনির গর্ব ম্লান হয়ে যায় কারণ তারা উভয়ই বুঝতে পারে যে, যদিও তাদের কাজগুলি বাইরে থেকে আলাদা দেখায়, কিন্তু তাদের চাকারির ভিতর থেকে দেখতে অনেকটা একই রকম।

বেনি হোটেলে মাদকের অপব্যবহার থেকে শুরু করে রাজনৈতিক কেলেঙ্কারি পর্যন্ত বেশ কয়েকটি অপরাধমূলক কার্যকলাপকে প্রত্যক্ষ করে, অন্যদিকে বাবলু মহিলা বারের মানবিক দিকগুলো দেখেন। শেষ পর্যন্ত, সত্যটি তাদের উপলব্ধি হয় যে, পাঁচ তারকা হোটেলগুলি মহিলা বারগুলিরের অনুরূপ।

শ্রেষ্টাংশে

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]
  1. "জবসে দিল দিয়া হ্যায়" - হিমানি কাপুর, সুখবিন্দর সিং
  2. "ডলি" - কল্পনা পাটোয়ারী, মাস্টার সেলিম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mukherjee, Roshni। "I don't want to get typecast: Richa" – The Economic Times - The Times of India-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]