বেনী দয়াল | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত | ১৩ মে ১৯৮৪
পেশা | চলচ্চিত্র নেপথ্য গায়ক |
কার্যকাল | ২০০২-বর্তমান |
দাম্পত্যসঙ্গী | ক্যাথেরিন তাঙ্গাম (বি. ২০২৪) |
বেনী দয়াল (জন্মঃ ১৯৮৪) হচ্ছেন ভারতের একজন গায়ক যিনি মূলত তামিল চলচ্চিত্রে গান গেয়ে থাকেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র 'বাবা'-এর মাধ্যমে বেনীর চলচ্চিত্র গান জীবন শুরু হয়, চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক এ. আর. রহমান।[১] বেনী হিন্দি, তেলুগু, মালয়ালম সহ বাংলা চলচ্চিত্রেও গান গেয়েছেন।
কেরল রাজ্যে বেনীর বাবামা থাকতেন যারা পরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বসবাস শুরু করেছিলেন।[২] বেনী আবু ধাবিতে প্রাথমিক পড়াশোনা শেষে চেন্নাই-তে চলে আসেন পরিবার সমেত। এখানে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়েন।[৩] সঙ্গীত পরিচালক এ. আর. রহমানের হাত ধরে বেনী চলচ্চিত্র জগতে আসেন।[৪] বেনী ২০১৬ সালের ৫ জুন তার প্রেমিকা ক্যাথেরিন তাঙ্গামকে বেঙ্গালুরুতে বিয়ে করেন।[৫][৬]