ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | বেনোয়া বাদিয়াজিল | ||
জন্ম | ২৬ মার্চ ২০০১ | ||
জন্ম স্থান | লিমোজ, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৯৪ মিটার (৬ ফুট ৪+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মোনাকো | ||
জার্সি নম্বর | ৩২ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০০৮ | লিমোজ | ||
২০০৮–২০১৬ | মালেশের্বে | ||
২০১৬–২০১৮ | মোনাকো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০১৯ | মোনাকো ২ | ১২ | (০) |
২০১৮– | মোনাকো | ৬৫ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-১৬ | ৫ | (০) |
২০১৭–২০১৮ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) |
২০১৮ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ২ | (০) |
২০১৮–২০১৯ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১৮ | (০) |
২০২০– | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:০০, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০০, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
বেনোয়া বাদিয়াজিল মুকিনায়ি (ফরাসি উচ্চারণ: [bənwa badjazil], ফরাসি: Benoît Badiashile; জন্ম: ২৬ মার্চ ২০০১; বেনোয়া বাদিয়াজিল নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লীগ ১-এর ক্লাব মোনাকো এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০০৭–০৮ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব লিমোজের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে বাদিয়াজিল ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মালেশের্বে এবং মোনাকোর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, ফরাসি ক্লাব মোনাকো ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; মোনাকো ২-এর হয়ে তিনি ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি মোনাকোর মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
২০১৬ সালে, বাদিয়াজিল ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
বেনোয়া বাদিয়াজিল মুকিনায়ি ২০০১ সালের ২৬শে মার্চ তারিখে ফ্রান্সের লিমোজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি কঙ্গোলীয় বংশোদ্ভূত।[১] তার ছোট ভাই লোয়া বাদিয়াজিলও একজন ফুটবল খেলোয়াড়।[২]
বাদিয়াজিল ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন।[৩] ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ২০১৯ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, উক্ত প্রতিযোগিতার সেমি-ফাইনালে পূর্ণ সময় শেষে তার দল স্পেন অনূর্ধ্ব-১৯ দলের কাছে ০–০ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়ে উক্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[৪] উক্ত প্রতিযোগিতায় তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৫]