বেবী নাজনীন | |
---|---|
জন্ম | ২৩ আগস্ট,
১৯৬৫ সৈয়দপুর, নীলফামারী জেলা, রংপুর বিভাগ, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
উদ্ভব | বাংলাদেশ |
ধরন | বাংলা, আধুনিক, চলচ্চিত্র |
পেশা | গায়িকা |
কার্যকাল | ১৯৭৮–বর্তমান |
বেবী নাজনীন (জন্ম : ২৩ আগস্ট, ১৯৬৫) বাংলাদেশের একজন নেপথ্য কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
বেবী নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’ উল্লেখযোগ্য।[১] এছাড়া "এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল", "লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে", "ঐ রংধনু থেকে কিছু কিছু রং", "ও বন্ধুরে তুই কতদূরে", "মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে", "দু’চোখে ঘুম আসে না", "কাল সারারাত ছিল স্বপনেরও রাত", "ও বন্ধু তুমি কই কই রে", "কই গেলা নিঠুর বন্ধুরে" গানগুলো জনপ্রিয়তা অর্জন করে।[২]
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০৩ | শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | সাহসী মানুষ চাই | বিজয়ী | [৩] |
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০২ | শ্রেষ্ঠ গায়িকা | প্রেমের তাজমহল | বিজয়ী | [৪] |
২০০২ | ||||
২০০৩ | [৫] |
বছর | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|
২০০৪ | শ্রেষ্ঠ গায়িকা | বিজয়ী | [৬] |