ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | বের্নার্দো মোতা ভেইগা জে কারভালহো ই সিলভা[১] | ||
জন্ম | [২] | ১০ আগস্ট ১৯৯৪||
জন্ম স্থান | লিসবন, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০১৩ | বেনফিকা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৫ | বেনফিকা বি | ৩৮ | (৭) |
২০১৩–২০১৫ | বেনফিকা | ১ | (০) |
২০১৪–২০১৫ | → মোনাকো (ধার) | ১৫ | (২) |
২০১৫–২০১৭ | মোনাকো | ৮৬ | (২২) |
২০১৭– | ম্যানচেস্টার সিটি | ৩৫ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | পর্তুগাল অনূর্ধ্ব-১৯ | ১৩ | (২) |
২০১৩–২০১৫ | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ১৪ | (৬) |
২০১৫– | পর্তুগাল | ২৩ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
বের্নার্দো মোতা ভেইগা জে কারভালহো ই সিলভা (পর্তুগিজ উচ্চারণ: [bɨɾˈnaɾdu ˈsiɫvɐ]; জন্ম: ১০ আগস্ট ১৯৯৪) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
পর্তুগাল | ২০১৫ | ৬ | ০ |
২০১৬ | ৪ | ১ | |
২০১৭ | ১২ | ১ | |
২০১৮ | ১ | ০ | |
মোট | ২৩ | ২ |
# | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১ সেপ্টেম্বর ২০১৬ | এস্তাদিও দো বেসা, পোর্তো, পর্তুগাল | জিব্রাল্টার | প্রীতি ম্যাচ | ||
২. | ২৪ জুন ২০১৭ | ক্রেস্তভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া | নিউজিল্যান্ড | ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ |
বেনফিকা
মোনাকো
ম্যানচেস্টার সিটি
পর্তুগাল অনূর্ধ্ব-২১
পর্তুগাল
ব্যক্তিগত
<ref>
ট্যাগ বৈধ নয়; breakthrough award
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি