এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(জুন ২০২১) |
স্থাপিত | ১৮৯৫ |
---|---|
দেশ | বেলজিয়াম |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ১৬ |
লিগের স্তর | ১ |
অবনমিত | বেলজিয়াম প্রথম বিভাগ বি |
ঘরোয়া কাপ | বেলজিয়ান কাপ বেলজিয়ান সুপার কাপ |
আন্তর্জাতিক কাপ | উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা ইউরোপা লিগ |
বর্তমান চ্যাম্পিয়ন | এন্ডারলেক্ট (৩৪ তম শিরোপা) (২০১৬-১৭) |
সর্বাধিক শিরোপা | এন্ডারলেক্ট (৩৪ শিরোপা) |
সম্প্রচারক | টেলেনেট ভু প্রোক্সিমাস টিভি ভিয়ের\আরটিবিএফ (হাইলাইট) |
ওয়েবসাইট | jupilerproleague.be |
![]() |
বেলজীয় প্রথম বিভাগ এ হলো বেলজিয়াম ফুটবল লিগের সর্বোচ্চ স্তর।১৮৯৫ সালে শুরু হওয়া লিগটি ২০১৫-১৬ মৌসুমে এর নাম পরিবর্তন করে দেয়া হয় বেলজিয়াম প্রো লিগ (স্পন্সরশীপ কারণে জুপিলার প্রো লিগ ও বলা হয়। ডাচ উচ্চারণ [ˈʒypilɛr ˈproː ˈlik])। উন্নতি- আবনমন পদ্ধতিতে ১৬টি দল এতে প্রতিযোগিতা করে। লিগটির বর্তমান স্পন্সর Anheuser-Busch InBev জুপিলার বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই পর্যন্ত ৭৫ টি ক্লাব এই লিগে প্রতিযোগিতা করেছে।তাদের মধ্যে ১৫ টি ক্লাব শিরোপা জয় করতে পেরেছে।সবচেয়ে সফল ক্লাব এন্ডারলেক্ট।
১৮৯৫ সালে ৭টি দল নিয়ে চ্যাম্পিয়নশিপ কাপ নামে লিগটি শুরু হয়।প্রথম কয়েক মৌসুম দ্বিতীয় কোনো লিগ ছিলো না বিধায় কোনো অবনমন পদ্ধতি ও ছিলো না।১৮৯৮-৯৯ মৌসুমে ২ টি লিগ করার ফলে পদ্ধতিটা চালু করা হয়।যদিও ১৯০০-০১ মৌসুমে সেটি বন্ধ রেখে পরের বছর থেকে আবার চালু করা হয়।পরবর্তীতে দল সংখ্যা ও প্রতিযোগিতার নিয়ম অনেক বার পরিবর্তিত হয়।মাঝে বিশ্বযুদ্ধের জন্য কয়েকবছর খেলা বন্ধ থাকে।লিগের নামও কয়েক বার পরিবর্তন হয়।সর্বশেষ ২০১৬ থেকে এর নাম বেলজিয়ান প্রথম বিভাগ এ
বর্তমান নিয়ম অনুসারে ১৬ টি ক্লাব প্রত্যেকটির সাথে হোম-এওয়ে ভিত্তিতে মোট ৩০ টি ম্যাচ খেলে।প্রতি ম্যাচ জয়ের জন্য ৩ ও ড্রয়ের জন্য ১ পয়েন্ট দেয়া হয়।নিয়মিত মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল চ্যাম্পিয়নশিপ প্লে-অফ খেলে।প্রত্যেকটি দল সবার সাথে ১ টি করে খেলার পরে তালিকার ১ম দলটি বিজয়ী হয়।অবনমনের ক্ষেত্রেও নিচের দলগুলোও প্লে অফ খেলে।যেখান থেকে ১ টি দলের অবনমন ঘটে।