বেলাবো | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে বেলাবো উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৫′২১″ উত্তর ৯০°৫০′৪৫″ পূর্ব / ২৪.০৮৯১৭° উত্তর ৯০.৮৪৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নরসিংদী জেলা |
আয়তন | |
• মোট | ১১৬.৩১ বর্গকিমি (৪৪.৯১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৬)[১] | |
• মোট | ২,৩৫,০৮৬ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬৮ ০৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বেলাবো বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা।
বেলাব উপজেলা অবস্থান ২৪°০৫′৩০″ উত্তর ৯০°৫১′০০″ পূর্ব / ২৪.০৯১৭° উত্তর ৯০.৮৫০০° পূর্ব। এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা ও কুলিয়ারচর উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা ও ভৈরব উপজেলা, পশ্চিমে শিবপুর উপজেলা ও মনোহরদী উপজেলা।
১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর বেলাব থানা হিসাবে আত্মপ্রকাশ ঘটে। ইতিহাস থেকে জানা যায়, এককালে এখানে প্রচুর পরিমাণে ফলফলাদি জন্মাত। এসব ফলের মধ্যে সুমিষ্ট ও ঔষধি ফল হিসাবে বেল অতি সুপরিচিত বলে বেলের নাম অনুসারে এ উপজেলার নামকরণ করা হয়েছে বেলাব। ১৯৮৩ সালে মনোহরদী ও রায়পুরা উপজেলার কিছু ইউনিয়ন ভেঙে বেলাব নামে একটি আলাদা থানা গঠন করা হয়।
পৌরসভা | নাই |
ইউনিয়ন সংখ্যা | ৮টি |
গ্রাম সংখ্যা | ৯৯টি |
মৌজা | ৫২ টি |
ইজারাকৃত হাট-বাজার | ০৭টি |
ডাকঘর | ১৪টি |
খাসজমির পরিমাণ | ১৩১০.৩৩একর (কৃষি ৩৯৭.০৯ একর ও অকৃষি ৯১৩.২৪ একর) |
খাসজমি বন্দোবস্ত | ১৩০.২৫৫ একর (কৃষি ১২০.৯৭ একর ও অকৃষি ৯.২৮৫০ একর) |
কমিউনিটি তথ্য কেন্দ্র | ১টি |
ইউনিয়ন ভূমি অফিস | ৭টি |
প্রেক্ষাগৃহ | ১টি |
নদী | ৩টি |
বিল | ২টি |
সিএনজি স্টেশন | ১টি |
টেলিফোন একচেঞ্জ | ১টি |
খাদ্য গুদাম | ৩টি |
ডাকবাংলো | ২টি |
এনজিও | ৮টি |
সমবায় সমিতি | ৩৪০টি |
ফায়ার সার্ভিস | ১টি |
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২৫%। জনসংখ্যার ঘনত্ব: ১৭৪৪ জন/বর্গকি:মি:।
কিন্ডার গার্ডেন | ১০টি |
কমিউনিটি প্রা: বিদ্যালয় | নাই |
রেজি:প্রাথমিক বিদ্যালয় | নাই |
সরকারি প্রাথমিক বিদ্যালয় | ৮১টি |
মাদরাসা | ০৮টি |
টেকনিক্যাল ইনষ্টিটিউট | ০৮টি |
বেসরকারি মাধ্যমিক স্কুল | ২৩টি |
মহাবিদ্যালয় | ০৭টি |
জেলা সদর হতে দূরত্ব | ৩৫ কিলোমিটার |
পাকা সড়ক | ১১৬ কিলোমিটার |
আধা পাকা সড়ক | ২০ কিলোমিটার |
কাঁচা সড়ক | ২৭৬ কিলোমিটার |
পাকা ব্রীজ | ৫ টি |
বেইলী ব্রীজ | ১ টি |
কালভার্ট | ৮৬ টি |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |