বেহোল্লা পিস্তল

বেহোল্লা পিস্তল

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর জন্য ১৯১৫ সালে তৈরি বেহোল্লা পিস্তল
প্রকার আধা স্বয়ংক্রিয় পিস্তল
উদ্ভাবনকারী জার্মান সাম্রাজ্য
ব্যবহার ইতিহাস
ব্যবহারকারী জার্মানি
যুদ্ধে ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উৎপাদন ইতিহাস
নকশাকারী বেকার ও হল্যান্ডার
উৎপাদনকারী সুহলের "আর্মস ফ্যাক্টরি আগস্ট মেনজ"
উৎপাদনকাল ১৯১৫–১৯১৮
উৎপাদন সংখ্যা ৪৫,০০০
তথ্যাবলি
ওজন ৬৪০ গ্রাম (২৩ আউন্স)
দৈর্ঘ্য ১৪০ মিমি (৫.৫ ইঞ্চি)
ব্যারেলের দৈর্ঘ্য ৭৫ মিমি (৩.০ ইঞ্চি)

কার্টিজ .৩২ এসিপি
নিক্ষেপণ বেগ ৯০৫ ফুট/সে (২৭৬ মি/সে)
ফিডিং ৭-রাউন্ড বিচ্ছিন্নযোগ্য বক্স ম্যাগাজিন

বেহোল্লা পিস্তল তৈরি করেছিলেন বেকার ও হল্যান্ডার। প্রথম বিশ্বযুদ্ধের সময়, এটি একটি মাধ্যমিক সামরিক পিস্তল ছিল যা ইম্পেরিয়াল জার্মান আর্মি দ্বারা ব্যবহৃত হত। এটি ১৯১৫ থেকে ১৯১৮ সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল, যেখানে, সেই সময়ে, প্রায় ৪৫,০০০ উত্পাদিত হয়েছিল।

মহান যুদ্ধের পরে, সুহলের ওয়াফেনফ্যাব্রিক অগাস্ট মেঞ্জ ফার্মটি মেন্তা হিসাবে বেহোল্লা তৈরি করতে থাকে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Beholla"। Gunsworld.com। জুন ২৪, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "Small Arms of WWI Primer 011: German Becker & Hollander Beholla Pistol"। C&Rsenal (YouTube)। ২০১৬-১০-২৭। Archived from the original on ২০২২-১১-০৭। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৭