বোআ | |
---|---|
জন্ম | কওন বো-আহ নভেম্বর ৫, ১৯৮৬[১] গুরি, গেয়ংগি প্রদেশ, দক্ষিণ কোরিয়া |
কওন বো-আহ (কোরীয়: 권보아; জন্ম ৫ নভেম্বর, ১৯৮৬), পেশাদারভাবে বোআ নামে পরিচিত, [২] একজন দক্ষিণ কোরীয় গায়ক, গীতিকার, নর্তক, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী। তিনি সবচেয়ে সফল এবং প্রভাবশালী কোরীয় বিনোদনকারীদের একজন, তাকে "কে-পপের রানী" বলা হয়েছে। [৩][৪]