নরওয়েজীয় বোকমাল | |
---|---|
bokmål | |
উচ্চারণ | শহুরে পূর্ব নরওয়েজীয়: [ˈbûːkmoːl] |
দেশোদ্ভব | নরওয়ে |
মাতৃভাষী | অজানা (written only) |
ইন্দো-ইউরোপীয়
| |
পূর্বসূরী | |
প্রমিত রূপ | Bokmål (official)
Riksmål (unofficial)
|
Latin (Norwegian alphabet) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | |
নিয়ন্ত্রক সংস্থা |
|
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | nb |
আইএসও ৬৩৯-২ | nob |
আইএসও ৬৩৯-৩ | nob |
গ্লোটোলগ | (অপ্রতুল সত্যায়িত বা একটি স্বতন্ত্র ভাষা নয়)norw1259 [১] |
লিঙ্গুয়াস্ফেরা | 52-AAA-ba to -be and 52-AAA-cd to -cg |
বোকমাল (bokmål; আক্ষরিক অর্থে "বইয়ের ভাষা") হল নিউনর্স্কের পাশাপাশি নরওয়েজীয় ভাষার একটি সরকারী লেখ্য রূপ। নরওয়ের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ মানুষ [২] নরওয়েজীয় বোকমালে লিখতে পছন্দ করেন। কিন্তু অন্যান্য ভাষাগুলির মতো, যেমন ইতালীয় ভাষা, নরওয়েজীয় বোকমালের কোনো সর্বজনসম্মত প্রমিত উচ্চারণ রীতি নেই।
প্রায় ১৩০০ খ্রিষ্টাব্দ অবধি নরওয়ের ভাষা প্রাচীন নরওয়েজীয়-এর লেখ্য রূপের সাথে প্রাচীন নর্স ভাষার অন্যান্য উপভাষাগুলোর সাথে কোনো পার্থক্য ছিল না। তবে কথ্য ভাষাটি অন্যান্য আঞ্চলিক উপভাষাগুলোর চেয়ে অনেকটাই আলাদা ছিল। স্বাধীন নরওয়ে রাজ্যে এর লেখ্য রূপের তেমন হেরফের হয়নি।[৩] ১৩৮০ সালে নরওয়ে ডেনমার্কের সাথে একত্রীকরণে লিপ্ত হয়। ষোড়শ শতাব্দীতে নরওয়ে তার নিজস্ব রাজনৈতিক সঙ্ঘগুলি হারাতে থাকে। ১৮১৪ সাল পর্যন্ত নরওয়ে ও ডেনমার্ক ডেনমার্ক-নরওয়ে নামে একটি রাজনৈতিক একক হিসেবে থাকে। এই সময় আধুনিক নরওয়েজীয় ও ড্যানিশ ভাষার উদ্ভব হয়।