বোথরপস জারারাকা — যা জাররাকা [১] বা ইয়ারারা [২] নামে পরিচিত — একটি অত্যন্ত বিষাক্ত পিট ভাইপার প্রজাতি যা দক্ষিণ আমেরিকার দক্ষিণ ব্রাজিল, প্যারাগুয়ে এবং উত্তর আর্জেন্টিনায় বেশি দেখা যায় এবং উল্লেখিত দেশ গুলোর স্থানীয় সাপ এটি। সুনির্দিষ্ট নাম, জরারচ, ওল্ড টুপি ইয়াররক থেকে উদ্ভূত হয়েছে। এর ভৌগলিক পরিসরের মধ্যে, এটি প্রায়শই প্রচুর পরিমাণে থাকে এবং এই সাপের কামড়ের একটি হাতির মৃত্যু ঘটতে পারে, এর বিষ দ্রুত ছড়ায়। [১] বর্তমানে এর কোন উপ-প্রজাতি নেই।
এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম (ACE) ইনহিবিটর নামে পরিচিত ওষুধগুলি, যা উচ্চ রক্তচাপ এবং কিছু ধরণের কনজেস্টিভ হার্ট ফেইলিউরের চিকিৎসা জন্য ব্যবহৃত হয়, এই প্রজাতির বিষে পাওয়া পেপটাইড থেকে তৈরি করা হয়েছে ঔষধ গুলো।
বোথরপস জারারাকা | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | রেপটিলিয়া (Reptilia) |
বর্গ: | স্কোয়ামাটা (Squamata) |
উপবর্গ: | সারপেন্টস (Serpentes) |
পরিবার: | ভাইপারিডি (Viperidae) |
গণ: | Bothrops (Wied-Neuwied, 1824) |
প্রজাতি: | B. jararaca |
দ্বিপদী নাম | |
Bothrops jararaca (Wied-Neuwied, 1824) |