বোম্বাইলা দেবী লাইশ্রাম

বোম্বাইলা দেবী লাইশ্রাম
Bombayla Devi Laishram
ব্যক্তিগত তথ্য
ডাকনামবোম
জাতীয় দলIndia
জন্ম (1985-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৮৫ (বয়স ৩৯)
Imphal East, মণিপুর
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াতীরন্দাজ

বোম্বাইলা দেবী লাইশ্রাম (জন্মঃ ২২ ফেব্রুয়ারি ১৯৮৫)[] হরেন একজন খ্যাতনামা ভারতীয় মহিলা তীরন্দাজ যিনি ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করে চলেছেন।[] মণিপুরএর পশ্চিম ইম্ফলের জন্মানো এই তীরন্দাজ ১৯৯৭ সালে জাতীয় স্তরে প্রথম আত্মপ্রকাশ করেন।

বোম্বাইলা দেবী ২০০৮ বেজিং অলিম্পিকে মহিলাদের ব্যক্তিগত এবং দলগত বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেন। দলগত বিভাগে যোগ্যতা অর্জনকারী রাইন্ডে তিনি দোলা ব্যানার্জি এবং প্রানিথা ওয়াধিনেনী কে সঙ্গে নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন। রাউন্ড অফ সিক্সটিন এ তারা বাই পান, কিন্তু কোয়ার্টার ফাইনালে চীনএর কাছে ২০৬-২১১ পয়েন্ট এ পরাস্ত হন। বেজিং অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে যোগ্যতা অর্জনকারী রাউন্ডে তিনি ২২ তম স্থানে শেষ করেন, কিন্তু রাউন্ড অফ সিক্সটি ফোর এ পোল্যান্ড এর ইয়োনা মার্কিনকিউজেক এর কাছে ১০১-১০৩ পয়েন্টে হেরে যান।[]

২০১২ সালের ৩০শে জুলাই লন্ডন অলিম্পিকে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে মেক্সিকোর এইডা রোমান এর কাছে ২-৬ পয়েন্টে হেরে বোম্বাইলা দেবী লাইশ্রাম দ্বিতীয় রাউওন্ড থেকে ছিটকে যান।[] দলগত বিভাগে ভারতীয় মহিলাদল প্রথম এই রাউন্ডেই ডেনমার্কের কাছে ২১০-২১১ পয়েন্টে হেরে ছিটকে যান।[]

২০১৬ রিও অলিম্পিক এ যোগ্যতা অর্জনকারী ভারতীয় দলের সদস্যা তিনি।[] লক্ষ্মীরানী মাঝি, বোম্বাইলা দেবী এবং দীপিকা কুমারী কে নিয়ে গঠিত ভারতীয় মহিলা রিকার্ভস টিম অথবা দল স্থান অর্জনকারী রাউন্ডে সপ্তম স্থানে শেষ করেছেন। তারা রাইন্ড অফ সিক্সটিন ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে পৌঁছায় কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাশিয়ার কাছে হেরে যায়।[]

২০১৬ রিও অলিম্পিকে মহিলাদের ব্যক্তিগত বিভাগে বোম্বাইলা দেবী অস্ট্রিয়ার লরেন্স বাল্ড্যাফ এর মুখোমুখি হন এবং ৬-২ পয়েন্টে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেন। রাউন্ড অফ থার্টি টু এও চাইনিস তাইপেই এর শিই-চিয়া লিন কে ৬-২ পয়েন্টে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন এ পদার্পণ করেন।[] পরবর্তীকালে তিনি রাউন্ড অফ সিক্সটিন এই মেক্সিকোর আলেকজান্দিয়া ভালেন্সিয়ার কাছে ২-৬ পয়েন্টে পরাজিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bombayla Devi Laishram – Archery – Olympic Athlete"। 2012 London Olympic and Paralympic Summer Games. International Olympic Committee। ৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২ 
  2. "Bombayla Laishram Devi"World Archery Federation। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৬ 
  3. results.beijing2008.cn [ত্রুটি: আর্কাইভের ইউআরএল অজানা] Athlete biography: Laishram Bombayla Devi ([তারিখ অনুপস্থিত] তারিখে আর্কাইভকৃত), beijing2008.cn, ret: 23 August 2008
  4. "Bombayla bows out in pre-quarters"The Hindu। Chennai, India। ৩০ জুলাই ২০১২। 
  5. "team (FITA Olympic round - 70m) women results - Archery - London 2012 Olympics"www.olympic.org। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৩ 
  6. "2016 Rio Olympics: Indian men's archery team faces last chance to make cut"। Zee News। ১১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  7. "India women's archery team of Deepika Kumari, Laxmirani Majhi, Bombayla Devi lose quarter-final against Russia"। Indian Express। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  8. https://sportscafe.in/articles/sports/2016/aug/11/rio-2016-archers-and-boxer-manoj-kumar-dazzle-while-jitu-rai-falters
  9. "Bombayla Devi, Deepika Kumari bow out of Rio 2016 Olympics"। The Indian Express। ১১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬