বোসা নোভা | |
---|---|
শৈলীগত বূৎপত্তি | সাম্বা, জ্যাজ |
সাংস্কৃতিক বূৎপত্তি | ১৯৫০-এর দশকের শেষার্ধ্বে ব্রাজিলের রিও দি জেনেরিও'র দক্ষিণাঞ্চল |
প্রথাগত বাদ্যযন্ত্র | ক্লাসিক্যাল/এ্যাকুস্টিক গিটার, পিয়ানো, ইলেকট্রনিক অরগ্যান, এ্যাকুস্টিক বাস, ড্রাম |
উপধারা | |
ট্রপিকালিয়া | |
অন্যান্য বিষয় | |
বোসা নোভা (নৃত্য), সাম্বাস |
বোসা নোভা ব্রাজিলীয় সঙ্গীতের একটি গোত্র। ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত এর উন্নয়ন ঘটেছে ও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে ব্রাজিলীয় সঙ্গীতের অন্যতম সেরা গোত্র হিসেবে বৈশ্বিক পরিচিতি লাভ করে। 'বোসা নোভা' শব্দগুচ্ছের সাহিত্যিক অর্থ হচ্ছে নতুন ধারা (পর্তুগিজ উচ্চারণ: [ˈbɔsɐ ˈnɔvɐ] ()। )সাম্বা ও জ্যাজের মিলিত ফসলরূপে ১৯৬০-এর দশকের পর তরুণ শিল্পী ও মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে ব্যাপক সফলতা পায়।[২]
ব্রাজিলে 'বোসা' শব্দটি সেকেল গালি হিসেবে কোন স্বতন্ত্র আনন্দ, প্রাকৃতিক চাঞ্চল্যতা অথবা সহজাত ক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ১৯৩২ সালে নোয়েল রোজা প্রথমবারের মতো শব্দটি সাম্বায় ব্যবহার করেছেন:
হে সাম্বা, আমাদের প্রস্তুতি এবং অন্যান্য বোসাস আমাদের সম্পদ, আমাদের কাছের সম্পদ।
বোসা নোভা পরিভাষার উৎপত্তি রহস্য আজও অজানাই রয়ে গেছে। ১৯৫০-এর দশকের শেষদিকে রিও দি জেনেরিও'র শৈল্পিক সামুদ্রিক সৈকত সংস্কৃতিতে কোন নতুন ধারা বা কেতাদুরস্ত তরঙ্গ বুঝাতে বোসা পরিভাষা ব্যবহার করা হতো। ব্রাজিলীয় লেখক রুই কাস্ত্রো তার বই বোসা নোভায় দাবী করেছেন যে, বোসা শব্দটি ১৯৫০-এর দশকে সঙ্গীতশিল্পীরা ইতোমধ্যেই ব্যবহার করে ফেলেছেন। এর মাধ্যমে কারও গান গাওয়া দক্ষতা বা নিজস্ব ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হতো।[৩] কাস্ত্রো দাবী করেন যে, বোসা নোভা পরিভাষাটি খুব সম্ভবতঃ ১৯৫৮ সালে গ্রুপো ইউনিভার্সিটারিও হেব্রাইকো দো ব্রাসিল (ব্রাজিল বিশ্ববিদ্যালয় হিব্রু গ্রুপ) কর্তৃক পরিচালিত জনপরিবেষ্টিত কনসার্টে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। এই দলে সিলভিনহা টেলেস, কার্লিনোস লিরা, নারা লিয়াও, লুইজিনো একা, রবার্তো মেনেস্কাল প্রমূখরা ছিলেন। ১৯৫৯ সালে নারা লিয়াও আরও একটি বোসা নোভাকেন্দ্রীক প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। পিউসি'র (পন্টিফিসিয়া ইউনিভার্সিদাদ কাতোলিকা) পরিচালনায় প্রথম ফেস্টিভাল দে সাম্বা অধিবেশনে অন্তর্ভুক্ত হয়। এ অধিবেশনে কার্লোস দাইগুজ নামীয় এক আইনের ছাত্র সভাপতিত্ব করেছিলেন। পরবর্তীকালে তিনি লিয়াওয়ের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন।[৪]
নাইলন-স্ট্রিং সংযুক্ত ক্লাসিক্যাল গিটারে বোসা নোভা সর্বাপেক্ষা বেশি প্রদর্শন করা হয়ে থাকে। এতে ধাতব পদার্থ দিয়ে তৈরী পিকের চেয়ে আঙ্গুলের সঞ্চালন চলে বেশি। গিটারের সাথে স্বরের সুন্দর প্রয়োগের মাধ্যমে জোয়াও গিলবার্তো এর প্রবর্তন করেছেন, পথিকৃৎ রয়েছেন ও উদাহরণ সৃষ্টি করেছেন। বৃহত্তর ক্ষেত্রে জাজে অভ্যস্ত দলগুলোও সর্বদাই একটি গিটার নিয়ে ছন্দনিহিত গান পরিবেশ করছে। প্রায়শঃই তিনি একই তারে ধারাবাহিকভাবে কয়েক ঘণ্টা বাজাতে পারতেন।[৫]