বোহিমিয়ান র্যাপসোডি | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক |
|
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | এ্যান্থনি ম্যাককার্টেন |
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | জন অটম্যান |
চিত্রগ্রাহক | নিউটন থমাস সিজেল |
সম্পাদক | জন অটম্যান |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৪ মিনিট[৩] |
দেশ | |
নির্মাণব্যয় | $৫০–৫৫ মিলিয়ন[৫][৬] |
আয় | ৯০৫.২ মিলিয়ন[৭] |
বোহিমিয়ান র্যাপসোডি ২০১৮ সালের ব্রিটিশ রক ব্যান্ড কুইনকে কেন্দ্র করে নির্মিত বায়োগ্রাফিকাল চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির জীবন, ১৯৭০ সালে ব্যান্ডে তার যোগদান এবং ১৯৮৫ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের পরিবেশনা ফুটিয়ে তোলা হয়েছে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স, নিউ রিজেন্সি এবং জিকে ফিল্মস। এর পরিচালক ব্রায়ান সিঙ্গার, রচয়িতা এ্যান্থনি ম্যাককার্টেন এবং প্রযোজক হলেন গ্রাহাম কিং এবং কুইনের সাবেক ম্যানেজার জিম বিচ। চলচ্চিত্রে অভিনয় করেন রামি মালেক, গোয়লিম লি, লুসি বয়নটন, বেন হার্ডি, জোসেফ মাজেল্লো, এইডান গিলেন, টম হল্যান্ডার এবং মাইক মাইয়ার্স। কুইনের সদস্য ব্রায়ান মে এবং রজার টেইলর চলচ্চিত্রটির সৃজনি ও সঙ্গীত পরামর্শক হিসেবে কাজ করেছেন।
<ref>
ট্যাগ বৈধ নয়; preview
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; opening
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; BoyntonCast
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; Aug2017D
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; LeechCast
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; MyersCast
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; McCuskerCast
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি