ব্যক্তিত্ব (English: Personality's ) বলতে পরিবেশগত ও শারীরিক উপাদানের প্রভাবে বিকশিত চারিত্রিক উদাহরণ আচরণ,বোধ,আবেগকে বুঝায়।[১] মনবিজ্ঞানে ব্যক্তিত্ব হচ্ছে, কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন, যা কেবল তার মধ্যেই বিদ্যমান থাকবে যেটি কিনা অন্যদের কাnছ থেকে সেই ব্যক্তিকে আলাদা করবে।
ব্যক্তিত্ব এমন একটা জিনিস, যা একজন মানুষ কে অন্য মানুষ থেকে আলাদা ভাবে চিহ্নিত করতে সাহায্য করে।
দেখা গিয়েছে ব্যক্তিত্বের উপর পরিবেশগত প্রভাব বিজ্ঞানীরা যতটা বিশ্বাস করত তার থেকে বেশি।[২]