প্রথম দেমেত্রিওস | |
---|---|
গ্রিক-ব্যাক্ট্রিয় রাজা | |
![]() প্রথম দেমেত্রিওসের মুদ্রায় তাঁর প্রতিকৃতি | |
রাজত্ব | ?২০০ খ্রিস্টপূর্বাব্দ - ?১৮০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | প্রথম ইউথুদেমোস |
উত্তরসূরি | দ্বিতীয় ইউথুদেমোস (ব্যাক্ট্রিয়া) আগাথোক্লেস দিকাইওস (পারোপামিসাদাই) পান্তালিওন (আরাখোশিয়া) |
পিতা | প্রথম ইউথুদেমোস |
প্রথম দেমেত্রিওস (গ্রিক: Δημήτριος Α΄) (রাজত্বকাল: ?খ্রিস্টপূর্ব ২০০ - ?খ্রিস্টপূর্ব ১৮০) গ্রিক-ব্যাক্ট্রিয় রাজ্যের শাসক ছিলেন, যিনি পারোপামিসাদাই ও আরাখোশিয়া অঞ্চলগুলি অধিকার করে ইন্দো-গ্রিক রাজ্য প্রতিষ্ঠা করেন।
২০৮ খ্রিস্টপূর্বাব্দে সেলেউকিদ সম্রাট তৃতীয় আন্তিওখোস গ্রিক-ব্যাক্ট্রিয় রাজ্যের শাসক ও প্রথম দেমেত্রিওসের পিতা প্রথম ইউথুদেমোসকে আরিয়ুস নদীর তীরে যুদ্ধে পরাজিত করেন।[১] ইউথুদেমোস এরপর বাক্ত্রার শহরে তিন বছর ধরে তৃতীয় আন্তিওখোসের সেনাবাহিনীর অবরোধের বিরুদ্ধে সফল ভাবে প্রতিরক্ষা করার পর আনুমানিক ২০৬ খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় আন্তিওখোস তাকে নতুন শাসক হিসেবে স্বীকৃতি প্রদান করে নিজ কন্যার সাথে তার পুত্র প্রথম দেমেত্রিওসের বিবাহ দেন।[পা ১] কুলিয়াব অঞ্চলে আবিষ্কৃত একটি শিলালিপিতে যুবরাজ প্রথম দেমেত্রিওসের যুদ্ধজয়ের কথা বর্ণনা করা হয়েছে।[পা ২]
যুগ পুরাণ অনুসারে, ১৮০ খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ সম্রাট পুষ্যমিত্র শুঙ্গের শাসনকালে প্রথম দেমেত্রিওসের নেতৃত্বে যবন সেনা মগধ আক্রমণ করে পাঞ্চাল অঞ্চল, সাকেত ও মথুরা নগরী ও অবশেষে পাটলিপুত্র নগরী অধিকার করে নেন।[৪]:২২-২৪ হাথিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় যে, কলিঙ্গ রাজ খারবেল তার রাজত্বের অষ্টম বছরে রাজগৃহ আক্রমণ করলে যবন রাজ দিমিত (=প্রথম দেমেত্রিওস) অবরুদ্ধ সেনা পরিত্যাগ করে মথুরায় পশ্চাৎ অপসারণ করেন।[৫] স্ত্রাবোন তার জেওগ্রাফিকা গ্রন্থে প্রথম দেমেত্রিওসকে মহান আলেকজান্ডার অপেক্ষাও সফল সমরাধিনায়ক হিসেবে বর্ণনা করেছেন। [পা ৩]
ব্যাক্ট্রিয়ার প্রথম দেমেত্রিওস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম ইউথুদেমোস |
গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক ?খ্রিস্টপূর্ব ২০০ - ?খ্রিস্টপূর্ব ১৮০ |
উত্তরসূরী দ্বিতীয় ইউথুদেমোস |
পূর্বসূরী মৌর্য্য সাম্রাজ্য |
ইন্দো-গ্রিক শাসক ?খ্রিস্টপূর্ব ২০০ - ?খ্রিস্টপূর্ব ১৮০ |
উত্তরসূরী আগাথোক্লেস দিকাইওস (পারোপামিসাদাই) |
উত্তরসূরী পান্তালিওন (আরাখোশিয়া) |