ব্যাঙ্গালোর ডেইজ | |
---|---|
ബാംഗ്ലൂർ ഡെയ്സ് | |
পরিচালক | অঞ্জলি মেনন |
প্রযোজক | আনোয়ার রশিদ সোফিয়া পল |
রচয়িতা | অঞ্জলি মেনন |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | নিভিন পৌলি |
সুরকার | গোপী সুন্দর |
চিত্রগ্রাহক | সমীর তাহির |
সম্পাদক | প্রবীণ প্রভাকর |
প্রযোজনা কোম্পানি | আনোয়ার রশিদ এন্টারটেইনমেন্ট উইকেন্ড ব্লকবাস্টার |
পরিবেশক | এ অ্যান্ড এ রিলিজ থ্রো অগাস্ট সিনেমা অ্যান্ড ট্রাইকালার এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | মালয়ালম |
নির্মাণব্যয় | ₹১০ কোটি[১] |
আয় | ₹৪৫ কোটি[১] |
ব্যাঙ্গালোর ডেইজ হল ২০১৪ সালের ভারতীয় মালয়ালম ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জলি মেনন এবং আনোয়ার রশিদ এন্টারটেইনমেন্ট ও উইকেন্ড ব্লকবাস্টারের ব্যানারে চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেন আনোয়ার রশিদ ও সোফিয়া পল। তারকাসমৃদ্ধ এই চলচ্চিত্রে অভিনয় করেন নাজরিয়া নাজিম, নিভিন পৌলি, দুলকার সালমান, ফাহাদ ফজিল, পার্বতী তিরুবোত, ইশা তালওয়ার ও নিত্যা মেনন।[২][৩] তিন চাচাতো ভাইবোনের ব্যাঙ্গালোরে স্থানান্তরিত হওয়ার গল্পটিতে পারিবারিক সম্পর্ক চিত্রিত হয়েছে।[৪][৫]
চলচ্চিত্রটি ২০১৪ সালের ৩০শে মে ২০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রশংসিত হয়।[৬] এটি ৩টি কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। নিভিন পৌলি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ও নাজরিয়া নাজিম শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং অঞ্জলি মেনন শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কার লাভ করেন। অন্যদিকে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণে পার্বতী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এবং অঞ্জলি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রটি পরে তামিল ভাষায় ব্যাঙ্গালোর নাটকাল (২০১৬) নামে নির্মিত হয়, যেটি পরিচালনা করেন বোম্মাবিল্লু ভাস্কর।
ব্যাঙ্গালোর ডেইজ | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০১৪ | |||
শব্দধারণের সময় | ২০১৪ | |||
স্টুডিও | সাউন্ড ফ্যাক্টরি | |||
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
ভাষা | মালয়ালম | |||
সঙ্গীত প্রকাশনী | মিউজিক ২৪৭ | |||
প্রযোজক | গোপী সুন্দর | |||
গোপী সুন্দর কালক্রম | ||||
|
চলচ্চিত্রটিতে পাঁচটি গান রয়েছে, যার সঙ্গীত ও সুরায়োজন করেন গোপী সুন্দর। "নাম ওরু বেঙ্গালুরু" গানের সাথে ব্রায়ান অ্যাডামসের সামার অব 'সিক্সটি নাইন গানের অনেকাংশে মিল থাকার কারণে অ্যাডামস সুন্দরের বিরুদ্ধে মেধাস্বত্ত্ব লঙ্ঘনের মামলা করেন।[৭] চলচ্চিত্রটির গানের কথা লিখেছেন রফিক আহমেদ, সন্তোষ বর্মা ও অ্যানা ক্যাথরিনা বলাইয়িল।
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "মাঙ্গলম" | সন্তোষ বর্মা | বিজয় যেসুদাস, সচিন ভারিয়ার, দিব্যা এস. মেনন | ৩:৫০ |
২. | "নাম ওরু বেঙ্গালুরু" | সন্তোষ বর্মা | গোপী সুন্দর ও ব্রায়ান অ্যাডামস | ৩:০১ |
৩. | "এদু কারি রাবিলুম" | রফিক আহমেদ | হরিচরণ | ৫:২৯ |
৪. | "তুম্বি পেন্নে" | সন্তোষ বর্মা | সিদ্ধার্থ মেনন | ৫:০৬ |
৫. | "এন্টে কান্নিল নিনাক্কল" | গোপী সুন্দর, অ্যানা ক্যাথরিনা বালাইয়িল, রফিক আহমেদ, সন্তোষ বর্মা | নাজরিয়া নাজিম, গোপী সুন্দর | ৫:১৯ |
চলচ্চিত্রটির মুক্তির দিন ধার্য করা হয়েছিল ২০১৪ সালের ৯ই মে, কিন্তু নির্মাণে দেরি হওয়ায় এই তারিখ পরিবর্তন করা হয়।[৮] ২০১৪ সালের ৩০শে মে চলচ্চিত্রটি ২০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত মালয়ালম চলচ্চিত্রের একটি, পাশাপাশি চলচ্চিত্রটি ভারত জুড়েও মুক্তি পায়।[৬] মুক্তির সময়ে ব্যাঙ্গালোর ডেইজ সর্বাধিক পর্দায় সাব-টাইটেল সহযোগে মুক্তিপ্রাপ্ত মালয়ালম চলচ্চিত্র। চলচ্চিত্রটি ভারত জুড়ে দুই শতাধিক প্রেক্ষাগৃহে ইংরেজি সাব-টাইটেল সহযোগে মুক্তি পায়।[৯][১০] ২০১৪ সালের ৩রা জুলাই চলচ্চিত্রটি সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পায়।[১১]
ভারতে আগস্ট সিনেমার ব্যানারে ব্যাঙ্গালোর ডেইজ চলচ্চিত্রটি পরিবেশনা করে এ অ্যান্ড এ রিলিজ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে স্টার মুভি, যুক্তরাজ্যে ইন্ডিয়ান মুভিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর ও জাপানে ট্রাইকালার এন্টারটেইনমেন্টস চলচ্চিত্রটি পরিবেশনা করে।[১২]
চলচ্চিত্রটির তামিল, তেলুগু ও হিন্দি ভাষার পুনর্নির্মাণের স্বত্ব ক্রয় করে দিল রাজু ও পিভিপি সিনেমাস। ব্যাঙ্গালোর নাটকাল শিরোনামে নির্মিত তামিল ভাষার সংস্করণটি ২০১৬ সালের ৫ই ফেব্রুয়ারি মুক্তি পায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন ভাস্কর এবং পিভিপি সিনেমাসের ব্যানারে প্রযোজনা করেন প্রসাদ ভি. পটলুরি ও বোম্মারিল্লু ভাস্কর সিনেমা। এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আর্য, ববি সিংহ, শ্রী দিব্যা, রানা দগ্গুবাটি, রাই লক্ষ্মী, পার্বতী তিরুবোত ও সামান্থা রুথ প্রভু।[১৩][১৪][১৫]