ব্যাঙ্গিওমর্ফা সময়গত পরিসীমা: | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): | Archaeplastida/displayed |
বিভাগ: | Rhodophyta |
শ্রেণি: | Bangiophyceae |
বর্গ: | Bangiales |
পরিবার: | Bangiaceae Butterfield |
গণ: | Bangiomorpha Butterfield |
প্রজাতি: | B. pubescens |
দ্বিপদী নাম | |
Bangiomorpha pubescens Butterfield |
ব্যাঙ্গিওমর্ফা পিউবেসেন্স এক প্রকার লাল শেওলা । [১] জানামতে এটি প্রাচীনতম যৌন প্রজননকারী জীব। কানাডার সমারসেট দ্বীপের হান্টিং ফর্মেশন থেকে ব্যাঙ্গিওমর্ফা পিউবসেনসের বহুকোষী একটি জীবাশ্ম উদ্ধার করা হয়েছে, যা ১,০৪৭ কোটি বছর আগের স্টেনিয়ান যুগের শিলা হতে পাওয়া সত্ত্বেও আধুনিক লাল শৈবাল বাঙ্গিয়ার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। [২] লাল শৈবালের এই জীবাশ্মটি আজ অবধি বেচে থাকা একটি ফাইলামের অন্তর্গত জীবের প্রাচীনতম উদাহরণ। এই জীবাশ্মটির মধ্যে ভিন্ন ভিন্ন জনন কোষ রয়েছে যা যৌন প্রজননের প্রাচীনতম প্রমাণ। যৌন প্রজনন জিনগত বৈচিত্র্য বৃদ্ধি করে, যার ফলে বিবর্তনের হার বৃদ্ধি পায় এবং প্রকৃতকোষী জীবদের মাঝে বৈচিত্র্য দেখা যায়।