ব্যাবিলন | |
---|---|
ইংরেজি: Babylon | |
পরিচালক | ড্যামিয়েন শ্যাজেল |
প্রযোজক |
|
রচয়িতা | ড্যামিয়েন শ্যাজেল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জাস্টিন হারউইৎস |
চিত্রগ্রাহক | লিনাস স্যান্ডগ্রেন |
সম্পাদক | টম ক্রস |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৯ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৭৮-৮০ মিলিয়ন[২][৩] |
আয় | $৫৬.৪ মিলিয়ন[৪][৫] |
ব্যাবিলন (ইংরেজি: Babylon) হল ড্যামিয়েন শ্যাজেল রচিত ও পরিচালিত মার্কিন মহাকাব্যিক তিক্ত হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ব্র্যাড পিট, মার্গো রবি, ডিয়েগো কালভা, জিন স্মার্ট, জোভান অ্যাডেপো ও লি জুন লি। এতে ১৯২০-এর দশকের শেষভাগে হলিউডে নির্বাক থেকে সবাক চলচ্চিত্রে উত্তরণের ফলে কিছু চরিত্রের উত্থান ও পতনের গল্প চিত্রিত হয়েছে।
২০২২ সালের ১৪ই নভেম্বর লস অ্যাঞ্জেলেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ব্যাবিলন চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী জয় এবং ২৩শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটি এর চিত্রগ্রহণ, সুর, সম্পাদনা, নির্মাণ পরিকল্পনা, প্রধান অভিনয়শিল্পীদের অভিনয় ও বিষয়বস্তুর জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করে, কিন্তু এর গ্রাফিক বিষয়বস্তু ও দৈর্ঘ্যের জন্য মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। ৭৮-৮০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত চলচ্চিত্রটি ৫৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসে চরম ব্যর্থ হয়।[৬]
চলচ্চিত্রটি অসংখ্য পুরস্কার ও মনোনয়ন লাভ করে, তন্মধ্যে রয়েছে ৯৫তম একাডেমি পুরস্কারে ৩টি মনোনয়ন; ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ৫টি মনোনয়ন থেকে ১টি জয়: শ্রেষ্ঠ মৌলিক সুর,[৭] ৭৬তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে ৩টি মনোনয়ন, ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৯টি মনোনয়ন থেকে ১টি জয় এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে সেরা অভিনয়শিল্পীদল বিভাগে ১টি মনোনয়ন।
<ref>
ট্যাগ বৈধ নয়; opening
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি