ব্যারি জে. মার্শাল | |
---|---|
জন্ম | ব্যারি জেমস মার্শাল ৩০ সেপ্টেম্বর ১৯৫১[১] Kalgoorlie, Western Australia |
জাতীয়তা | Australian |
নাগরিকত্ব | Australian |
মাতৃশিক্ষায়তন | University of Western Australia (MB BS)[১] |
পরিচিতির কারণ | Helicobacter pylori |
দাম্পত্য সঙ্গী | Adrienne Joyce Feldman (বি. ১৯৭২)[১] |
সন্তান | 1 son, 3 daughters[১] |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | |
প্রতিষ্ঠানসমূহ | |
ওয়েবসাইট | www |
ব্যারি জেমস মার্শাল (জন্ম সেপ্টেম্বর ৩০ ১৯৫১) নোবেল বিজয়ী অস্ট্রিলীয় চিকিৎসাবিজ্ঞানী। [[হেলিকোব্যাক্টার পাইলোরিউদ্ধৃতি ত্রুটি: <ref>
ট্যাগ বৈধ নয়; নামবিহীন ref সমূহের অবশ্যই বিষয়বস্তু থাকতে হবে]] ব্যাক্টেরিয়াই যে পাকস্থলীয় প্রদাহ ঘটায় এই তত্বকে সঠিক প্রমাণ করার জন্যে তিনি সর্বসমক্ষে একপাত্র হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাক্টেরিয়া পান করেন।
বিজ্ঞানী মার্শাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের হেলিকোব্যাক্টর পাইলোরি গবেষণাগারে গবেষণারত আছেন।
পেপ্টিক আলসার ও পাকস্থলীয় প্রদাহে হেলিকোব্যাক্টর পাইলোরি (Helicobacter pylori) নামক ব্যাক্টেরিয়ার ভূমিকা আবিস্কারের জন্য ২০০৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
<ref>
ট্যাগ বৈধ নয়; frs
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নিএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |