এই নিবন্ধটির তথ্যছকটি অন্য একটি ভাষা থেকে সম্পূর্ণ বা আংশিক অনুবাদ করা হয়নি। |
কার্ল ব্যারি শার্পলেস | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ডার্টমাউথ কলেজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | enantiosynthetic synthesis, click chemistry |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০০১ ও ২০২২) Benjamin Franklin Medal (2001) Harvey Prize (1998) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি The Scripps Research Institute |
কার্ল ব্যারি শার্পলেস একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। তিনি ২০০১ ও ২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ক্রিপস রিসার্চ রসায়ন বিভাগের সঙ্গে যুক্ত। প্রায় দুই দশক আগে ক্লিক রসায়ন নিয়ে কাজ শুরু করেছিলেন। গবেষণায় দেখা গিয়েছে, ক্লিক রসায়ন নির্ভরযোগ্য রসায়ন। এখানে প্রতিক্রিয়া দ্রুত ঘটে এবং অযাচিত বস্তুগুলোকে এড়ানো সম্ভব হয়। প্রায় দুই দশক ধরে ক্লিক রসায়ন নিয়ে কাজ করার জন্য তিনি ২০২২ সালেও নোবেল পুরস্কার লাভ করেন।
শার্পলেস ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে ডার্টমাউথ কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ অধ্যাপনা করেন।[১][২]