নর্তকী অর্কিড | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Monocots |
বর্গ: | Asparagales |
পরিবার: | Orchidaceae |
উপপরিবার: | Orchidaceae |
গোত্র: | Diurideae |
উপগোত্র: | Dendrobiinae |
গণ: | Caladenia |
প্রজাতি: | C. Melanema |
দ্বিপদী নাম | |
Caladenia melanema hopper &A.P.Br |
ব্যালেরিনা অর্কিড পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমের স্থানীয় অর্কিডের একটি প্রজাতি এবং অন্যান্য অর্কিডের তুলনায় অনেক পরে এর খোঁজ পাওয়া গেছ। আবিষ্কৃত হয়েছে ২০০১ সালে।এবং ফুুল এর নামের মতোই সুন্দর। যদিও এটি বিরল এবং ঝুঁকি মধ্যে রয়েছ[১][২]।
আসলে এ প্রজাতির ফুল পশ্চিম অস্ট্রেলিয়ার এবং সেখানকার হ্রদ আলথামের(লবণাক্ত)বালুর নিকটে জন্মে[৩]।রাস্তার সংরক্ষণ,ক্যাঙারুর চারণ এবং পরিষ্কার করণের জন্যই এরা এতটা ঝুঁকিতে আছে[৪][৫]।
২ টি জনগোষ্ঠীর দারা মাত্র ৩০০ টি উদ্ভিদের কথা জানা গেছে।প্রজাতিগুলো পশ্চিম অষ্ট্রেলিয়ার সরকারী উদ্যান ও বন্যজীবন বিভাগ দারা হুমকিসহ উদ্ভিদ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছ।১৯৯৯এর পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইন এর অধীনে সমালোচনামূলকভাবে বিপন্ন বলে তালিকাভুক্ত করা হয়েছে। লবণাক্ততা বৃদ্ধি,ক্যাঙারুদের চারণ এবং রাস্তার রক্ষণাবেক্ষণ এর জন্যই এই হুমকির মুখে ব্যালেরিনা।