ব্রজরাজ মহাপাত্র | |||||
---|---|---|---|---|---|
মহারাজা | |||||
জন্ম | ১৫ অক্টোবর ১৯২১ | ||||
মৃত্যু | ৩০ নভেম্বর ২০১৫ (বয়স ৯৪) | ||||
দাম্পত্য সঙ্গী | রাণী রসমঞ্জরী দেবী | ||||
| |||||
পিতা | সুদর্শন ক্ষত্রিয় বীরবর চমুপতি সিং মহাপাত্র | ||||
ধর্ম | হিন্দুধর্ম জাতিতে তিনি সদগোপ ছিলেন। |
ব্রজরাজ ক্ষত্রিয় বীরবর চমুপতি সিং মহাপাত্র (১৫ অক্টোবর ১৯২১ - ৩০ নভেম্বর ২০১৫) ছিলেন ব্রিটিশ যুগের সর্বশেষ রাজকীয় রাজ্য বর্তমান ওড়িশার অন্তর্গত তিগিরিয়া রাজ্যের রাজা।[১][২][৩]
ব্রজরাজ ১৯২১ সালের ১৫ অক্টোবরে তিগিরিয়ার রাজা সুদর্শন ক্ষত্রিয় বীরবর চমুপতি সিং মহাপাত্রের ঘরে জন্মগ্রহণ করেন। তারা জাতিতে সদগোপ ছিলেন তিনি ১৯৪০ সালে রায়পুরের রাজকুমার মহাবিদ্যালয় থেকে ডিগ্রীলাভের পর, শোনপুরের রাজকুমারী রসমঞ্জরীকে বিয়ে করেন, এবং তাঁদের ৬ জন সন্তানাদি রয়েছে।