ব্রহ্মচারী | |
---|---|
পরিচালক | বাপ্পি সোনি |
প্রযোজক | জি. পি. সিপ্পি |
রচয়িতা | সচিন ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শঙ্কর জয়কিষণ |
চিত্রগ্রাহক | তারু দত্ত |
সম্পাদক | এম. এস. শিন্দে |
পরিবেশক | সিপ্পি ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ব্রহ্মচারী বাপ্পি সোনি পরিচালিত ১৯৬৮ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাম্মী কাপুর, রাজশ্রী, প্রাণ ও মুমতাজ। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং এটি সেই বছরের ৭ম শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১] এটি ১৫তম ফিল্মফেয়ার পুরস্কারে ৯টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৬টি বিভাগে পুরস্কার লাভ করে[২] এবং ৩টি বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্জন করে।
চলচ্চিত্রটি পরবর্তীকালে তামিল ভাষায় এঙ্গা মামা (১৯৭০) এবং তেলুগু ভাষায় দেবুদু মামায়া (১৯৮১) নামে পুনর্নির্মিত হয়। এই চলচ্চিত্র মূল বিষয়বস্তু ১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রের অনুপ্রেরণা।[৩]