ব্রাদার্স | |
---|---|
পরিচালক | করণ মালহোত্রা |
প্রযোজক | হিরু যশ জোহর করণ জোহর এন্ডমোল ইন্ডিয়া |
রচয়িতা | সিদ্ধার্থ-গরিমা (সংলাপ) |
কাহিনিকার | গ্যাভিন ও'কনোর ক্লিফ ডর্ফম্যান |
উৎস | ওয়ারিওর (২০১১ চলচ্চিত্র) দ্বারা গ্যাভিন ও'কনোর |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার সিদ্ধার্থ মালহোত্রা জ্যাকলিন ফার্নান্দেজ জ্যাকি শ্রফ[১] |
সুরকার | অজয়-অতুল |
চিত্রগ্রাহক | হেমন্ত চতুর্বেদী |
সম্পাদক | আকিব আলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৫ মিনিট[৪] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি[৫] |
নির্মাণব্যয় | ₹৯০০ মিলিয়ন (ইউএস$ ১১ মিলিয়ন)[৬] |
আয় | ₹ ১.১৬০ বিলিয়ন (ইউএস$ ১৪.১৮ মিলিয়ন)[৭] |
ব্রাদার্স (আন্তর্জাতিক টাইটেল - ব্রাদার্সঃ ব্লাড এগেইন্সট ব্লাড)[৮] হচ্ছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার একটি স্পোর্টস-ড্রামা চলচ্চিত্র,[৯][১০] চলচ্চিত্রটি 'মিক্সড মার্শাল আর্টস' (এমএমএ) এর ওপর ভিত্তি করে নির্মিত; পরিচালনা করেছিলেন করণ মালহোত্রা আর প্রযোজিত হয়েছিলো 'ধর্ম প্রোডাকশন্স', 'লায়ন্সগেট ফিল্মস' আর 'এন্ডেমোল ইন্ডিয়া' দ্বারা।[১১] এই চলচ্চিত্রটি হচ্ছে ২০১১ সালের আমেরিকান চলচ্চিত্র 'ওয়ারিওর' এর অফিশিয়াল পুনর্নির্মাণ।[১২] চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেন, সাথে ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ, জ্যাকি শ্রফ এবং শেফালী শাহ সাপোর্টিং রোলে। চলচ্চিত্রটির 'ফার্স্ট লুক পোস্টার' ৯ মার্চ ২০১৫ তারিখে বের হয় এবং মুক্তি পায় ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে।[১৩]