ব্রায়ান উইলসন কার্নিংহান | |
---|---|
জন্ম | [১] | জানুয়ারি ১, ১৯৪২
নাগরিকত্ব | কানাডীয় |
মাতৃশিক্ষায়তন | টরন্টো বিশ্ববিদ্যালয় প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইউনিক্স, AWK, AMPL The C Programming Language (book) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাব্স প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
ব্রায়ান উইলসন কার্নিংহান একজন কানাডীয় কম্পিউটার বিজ্ঞানী যিনি বেল ল্যাব্স এ ইউনিক্স নির্মাতা কেন টম্পসন ও ডেনিস রিচি এর সাথে কাজ করেছেন এবং ইউনিক্স ডেভেলপমেন্টে অবদান রেখেছেন। তিনি বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার বিজ্ঞানের একজন অধ্যাপক।
কার্নিংহান ১৯৪২ সালের ১ জানুয়ারি টরোন্টোতে জন্মগ্রহণ করেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে তড়িৎ প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [২]
Mr. Kernighan, 60, is a renowned computer scientist