ব্রিংগিং আপ বেবি | |
---|---|
Bringing Up Baby | |
পরিচালক | হাওয়ার্ড হক্স |
প্রযোজক |
|
রচয়িতা | |
উৎস | হ্যাগার ওয়াইল্ড কর্তৃক ব্রিংগিং আপ বেবি (ছোটগল্প) |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রয় ওয়েব |
চিত্রগ্রাহক | রাসেল মেটি |
সম্পাদক | জর্জ হিভলি |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | আরকেও রেডিও পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০২ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১,০৭৩,০০০ |
আয় | $১,১০৯,০০০ |
ব্রিংগিং আপ বেবি (ইংরেজি: Bringing Up Baby) হল হাওয়ার্ড হক্স পরিচালিত ১৯৩৮ সালের মার্কিন স্ক্রুবল হাস্যরসাত্মক চলচ্চিত্র। হ্যাগার ওয়াইল্ড রচিত ছোটগল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেন ডুডলি নিকোল্স ও ওয়াইল্ড। ছোটগল্পটি ১৯৩৭ সালের ১০ই এপ্রিল কলিয়ার্স উয়িকলি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন ও ক্যারি গ্র্যান্ট।
১৯৯০ সালে লাইব্রেরি অব কংগ্রেস চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে। এছাড়া চলচ্চিত্রটি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করা সর্বকালের সেরা ১০০ মার্কিন চলচ্চিত্রের তালিকায় ৮৮তম স্থান অধিকার করে।
চলচ্চিত্রটি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে নিম্নোক্ত স্বীকৃতিগুলো অর্জন করে: