প্রতিষ্ঠিত | ২০১৬ |
---|---|
অঞ্চল | ব্রিক্স সদস্য রাষ্ট্রসমূহ |
দলের সংখ্যা | ৫ |
বর্তমান চ্যাম্পিয়ন | ব্রাজিল (২য় শিরোপা) |
সবচেয়ে সফল দল | ব্রাজিল (২টি শিরোপা) |
ওয়েবসাইট | www |
ব্রিক্স অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ হল ব্রিক্স সদস্য রাষ্ট্রসমূহ অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতা। প্রথম আসর ৮ম ব্রিক্স শিখর সম্মেলন হওয়ার পাশাপাশি ভারতের গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল।[১] প্রতিযোগিতায় দেশের অনূর্ধ্ব-১৭ দলগুলি অংশ নেয়। ১ অক্টোবর ২০১৬-এ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রফির উদ্বোধন করেন।[২]
জোহানেসবার্গ শহরে ১০ম ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হলে তাতে পুনরায় এই প্রতিযোগিতার আসর বসে ও পুরুষ দলের বদলে জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৭ দলগুলিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।[৩][৪][৫]
ভারতের গোয়াতে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে প্রথমে একটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলা হয়েছিল। এই রাউন্ড থেকে পয়েন্ট টেবিলের ১ম ও ২য় দল ফাইনালে এবং অপরদিকে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ দল যথাক্রমে ৩য় স্থান নির্ধারক ম্যাচে উত্তীর্ণ হয়। ৫ম দল সরাসরি প্রথম রাউন্ডের পরে বাদ পড়ে।
দ্বিতীয় সংস্করণে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুধুমাত্র রাউন্ড-রবিন পর্যায়ে খেলা হয়েছিল। রাউন্ড-রবিন পর্বের পর পয়েন্ট টেবিলে তাদের স্থান অনুযায়ী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
দল | কনফেডারেশন |
---|---|
ব্রাজিল | কনমেবল |
গণচীন | এএফসি |
ভারত | এএফসি |
রাশিয়া | উয়েফা |
দক্ষিণ আফ্রিকা | ক্যাফ |
বছর | আয়োজক | ফাইনাল খেলার তারিখ | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | তৃতীয় স্থান | সর্বোচ্চ গোলদাতা |
---|---|---|---|---|---|---|---|
২০১৬ | ভারত | ১৫ অক্টোবর ২০১৬ | ব্রাজিল | ৫–১
|
দক্ষিণ আফ্রিকা | রাশিয়া | ভিনিসিউস জুনিয়র (৪ গোল) |
২০১৮ | দক্ষিণ আফ্রিকা | ২২ জুলাই ২০১৮ | ব্রাজিল | গণচীন | দক্ষিণ আফ্রিকা |
আয়োজক→ দল↓ |
২০১৬ |
২০১৮ |
অংশগ্রহণ |
---|---|---|---|
ব্রাজিল | ১ম | ১ম | ২ |
রাশিয়া | ৩য় | ৪র্থ | |
ভারত | ৫ম | ৫ম | |
চীন | ৪র্থ | ২য় | |
দক্ষিণ আফ্রিকা | ২য় | ৩য় |
ফুটবল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |