![]() | |
![]() দ্য গ্লোব হাউস: ব্রিটিশ আমেরিকান টোবাকোর বর্তমান সদর দপ্তর | |
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
এলএসই: BATS টেমপ্লেট:Amex টেমপ্লেট:Jse | |
আইএসআইএন | GB0002875804 |
শিল্প | তামাক |
পূর্বসূরী | Ardath Tobacco Company Tobacco Securities Trust ![]() |
প্রতিষ্ঠাকাল | যুক্তরাজ্য (১৯৯২ | )
প্রতিষ্ঠাতা | জেমস বুকানন ডিউক ![]() |
সদরদপ্তর | , যুক্তরাজ্য |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ | সিগারেট |
আয় | £১৫.২৬০ বিলিয়ন (২০১৩)[১] |
£৫.৮২০ বিলিয়ন (২০১৩)[১] | |
£৪.১৯৯ বিলিয়ন (২০১৩)[১] | |
কর্মীসংখ্যা | ৫৫,০০০+ (২০১৪)[২] |
অধীনস্থ প্রতিষ্ঠান | |
ওয়েবসাইট | bat |
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো পিএলসি (ইংরেজি: British American Tobacco) (অনানুষ্ঠানিকভাবে বিএটি বা BAT) একটি ব্রিটিশ বহুজাতিক তামাক কোম্পানি যার সদরদপ্তর লন্ডন, যুক্তরাজ্যে অবস্থিত।[৩] এটা বিক্রয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক কোম্পানি (আল্ট্রিয়া গ্রুপ, সাবেক ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের পরে)।[৪]
বিএটি বিশ্বের প্রায় ১৮০টি দেশে কার্যক্রম ও ৫০টিরও বেশি দেশের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে আছে।[২][৫] এই প্রতিষ্ঠানের চারটি বৃহত্তম বিক্রয়ের ব্র্যান্ড হলো ডানহিল, লাকি স্ট্রাইক, কেন্ট ও পল মল সহ আরও আছে কুল, বেনসন এন্ড হেজেস এবং রথম্যান্স।