ব্রুনা আবদুল্লাহ | |
---|---|
জন্ম | ব্রুনা আবদুল্লাহ ২৪ অক্টোবর ১৯৮৬[১][২][৩] পোর্তো আলেগ্রে, রিও গ্রান্ডে ডাও সুল, ব্রাজিল |
জাতীয়তা | ব্রাজিলীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
ব্রুনা আবদুল্লাহ হলেন একজন ব্রাজিলীয় অভিনেত্রী ও মডেল, যিনি বলিউড ও তামিল চলচ্চিত্রে কাজ করে থাকেন।
ব্রুনা আবদুল্লাহ ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন লেবানিজ বংশোদ্ভূত ও মা ছিলেন ইতালীয়-পর্তুগিজ বংশোদ্ভূত। তিনি পর্যটক হিসেবে ভারতে আসলেও মুম্বাইয়ে তিনি তার কর্মজীবন গড়ে তোলেন।[৪][৫] তিনি ইন্দাসিন্ড ব্যাংক, রিবক, ফিয়ামা ডি উইলসের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
তার অভিনীত প্রথম ভিডিওটি ছিল শেখর সুমনের মেরে গাম কে দায়ারে মেঁ অ্যালবামের অন্তর্গত। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অনুভব সিনহার ক্যাশ চলচ্চিত্রে রেহেম কারে গাবে আইটেম গার্ল হিসেবে উপস্থিত হয়েছিলেন। ২০১০ সালে তার অভিনীত আই হেট লাভ স্টোরিজ মুক্তি পায়। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত দেশি বয়েজ চলচ্চিত্রে তিনি আবারো আইটেম গার্ল হিসেবে কাজ করেছিলেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার চলচ্চিত্র বিল্লা ২ এ অভিনয় করেন তিনি।[৬]
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত গ্রান্ড মাস্তি চলচ্চিত্রে মেরি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্র জয় হো মুক্তি পায়। ২০১৬ সালে তার অভিনীত চলচ্চিত্র মাস্তিজাদে ও ইয়ে তো টু মাচ হো গ্যায়া মুক্তি পায়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত উড়ানছু চলচ্চিত্রে তিনি জুলিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।[৭][৮]
বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গিয়েছে ড্যান্সিং কুইন, খতরোঁ কে খিলাড়ি ২, নাচ বলিয়ে ৬ ও কমেডি ক্লাসেস অনুষ্ঠানে। ২০১৮ সালের ২৫ জুলাই তার সাথে তার স্কটিশ প্রেমিকের বাগদান সম্পন্ন হয়।[৯] তারা ২০১৯ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১০] ২০১৯ সালের ৩১ আগস্ট তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।[১১]
বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা |
---|---|---|---|
২০০৭ | ক্যাশ | রেহেম কারে গানে বিশেষ উপস্থিতি | হিন্দি |
২০১০ | আই হেট লাভ স্টোরিজ | জিসেল | |
২০১১ | দেশি বয়েজ | সুবা হনে না দে" গানে বিশেষ উপস্থিতি | |
২০১২ | বিল্লা ২ | সামীরা | তামিল |
২০১৩ | গ্রান্ড মাস্তি | মেরি | হিন্দি |
২০১৪ | জয় হো | অ্যান | |
২০১৬ | মাস্তিজাদে | বান্টি (বিশেষ উপস্থিতি) | |
ইয়ে তো টু মাচ হো গ্যায়া | টিনা | ||
২০১৮ | উড়ানছু | জুলিয়া |
বছর | অনুষ্ঠান | চরিত্র |
---|---|---|
২০০৮ | ড্যান্সিং কুইন | নিজ ভূমিকায় |
২০০৯ | ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ২ | |
২০১৩ | নাচ বলিয়ে ৬ | |
২০১৪ | কমেডি ক্লাসেস | ন্যান্সি |