ব্রুনাইয়ের পাসপোর্ট

ব্রুনাইয়ের পাসপোর্ট
সমসাময়িক ব্রুনাইয় বায়োমেট্রিক পাসপোর্টের কভার পাতা।
প্রচলন শুরুর তারিখ৫ মে, ২০০৮ (বায়োমেট্রিক সংস্করণ)
প্রদানকারী সংস্থা ব্রুনাই
প্রকারপাসপোর্ট
উদ্দেশ্যশনাক্তকরণ
প্রদানের যোগ্যতাব্রুনাইয়ের নাগরিক
মেয়াদ৫ বছর

ব্রুনাইয়ের পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের উদ্দেশ্যে ব্রুনাইয়ের নাগরিকদের প্রদান করা হয়।

ব্রুনাই হচ্ছে একমাত্র দেশ যার নাগরিকরা ভিসা ছাড়া চীন, রাশিয়া, সেনজেন এলাকা এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারে।

উপাত্ত পাতা/তথ্য পাতা মালয় এবং ইংরেজি ভাষায় প্রিন্ট করা থাকে।

বৈধতা

[সম্পাদনা]

ব্রুনাইয়ের পাসপোর্টের ৫ বছর সময়সীমা পর‍্যন্ত বৈধতা থাকে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয়মাস থাকতে হবে।

বায়োমেট্রিক পাসপোর্ট

[সম্পাদনা]

২০০৮ সাল থেকে, ব্রুনাইয়ের প্রতিটি পাসপোর্টে বায়োমেট্রিক বৈশিষ্ট্য সংজোযন করা হয়। এসব বায়োমেট্রিক পাসপোর্টসমূহে একটি চিপ রয়েছে যেখানে একজন নাগরিকের মুখাবয়ব এবং আঙুলেরচাপের চিত্র থাকে।[]

ভিসা আবশ্যক

[সম্পাদনা]
ব্রুনাইয়ের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের ভিসা-মুক্ত বা আগমনকালে ভিসা নিয়ে প্রবেশযোগ্য দেশ এবং অঞ্চল।

২০১৮ সালে, ১৫৩টি দেশ এবং অঞ্চলে ব্রুনাইয়ের নাগরিকদের ভিসা-মুক্ত বা আগমনকালে ভিসা নিয়ে প্রবেশাধিকার ছিল, যা ভিসাহীন ভ্রমণের ক্ষেত্রে হেনলী পাসপোর্ট সূচক অনুযায়ী ব্রুনাইয়ের পাসপোর্টকে বিশ্বে ২২তম অবস্থানে অধিষ্ঠিত করে।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Brunei Times, [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে, accessed 2 Dec 2015.
  2. "Global Ranking - Passport Index 2018" (পিডিএফ)। Henley & Partners। ৮ মার্চ ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮