ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ব্রুনো এদুয়ার্দো হেগুফে আলভেস | ||||||||||||||||
জন্ম | [১] | ২৭ নভেম্বর ১৯৮১||||||||||||||||
জন্ম স্থান | পভোয়া দে ভারজিম, পর্তুগাল | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি) | ||||||||||||||||
মাঠে অবস্থান | সেন্টার-ব্যাক | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | র্যাঞ্জার্স | ||||||||||||||||
জার্সি নম্বর | ২২ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯২–১৯৯৯ | ভারজিম | ||||||||||||||||
১৯৯৯–২০০০ | পোর্তো | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০০–২০০৫ | পোর্তো বি | ৫৮ | (৮) | ||||||||||||||
২০০২–২০১০ | পোর্তো | ১১৯ | (১৪) | ||||||||||||||
২০০২–২০০৩ | → ফারেন্সে (ধার) | ৪৬ | (৩) | ||||||||||||||
২০০৩–২০০৪ | → ভিতোরিয়া গিমারায়েস (ধার) | ২৬ | (১) | ||||||||||||||
২০০৪–২০০৫ | → এইকে এথেন্স (ধার) | ২৭ | (০) | ||||||||||||||
২০১০–২০১৩ | জেনিত সেইন্ট পিটার্সবার্গ | ৭১ | (১) | ||||||||||||||
২০১৩–২০১৬ | ফেনারবাহচে | ৭৫ | (৩) | ||||||||||||||
২০১৬–২০১৭ | কালিয়ারি | ৩৬ | (১) | ||||||||||||||
২০১৭– | র্যাঞ্জার্স | ২০ | (১) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০০১–২০০২ | পর্তুগাল অনূর্ধ্ব-২০ | ১০ | (১) | ||||||||||||||
২০০২–২০০৪ | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ১৯ | (২) | ||||||||||||||
২০০৪ | পর্তুগাল অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) | ||||||||||||||
২০০৪ | পর্তুগাল বি | ১ | (০) | ||||||||||||||
২০০৭– | পর্তুগাল | ৯৫ | (১১) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ব্রুনো এদুয়ার্দো হেগুফে আলভেস (পর্তুগিজ উচ্চারণ: [ˈbɾunu ˈaɫvɨʃ]; জন্ম: ২৭ নভেম্বর ১৯৮১) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি স্কটিশ প্রিমিয়ারশিপ ক্লাব র্যাঞ্জার্স এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
তিনি তার পেশাদার ক্যারিয়ার পোর্তোর হয়ে খেলার মাধ্যমে শুরু করেন, যেখানে তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় যাপন করেছেন। তিনি উক্ত ক্লাবের হয়ে ৯টি ট্রফি জয়লাভ করেছেন। তিনি পোর্তোর হয়ে সর্বমোট ১৭১টি অফিসিয়াল ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ২০১০ সালে, রাশিয়ার ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গে যোগদান করেন, যেখানে তিনি বেশ কয়েকটি ট্রফি জয়লাভ করতে সক্ষম হয়েছেন। অতঃপর ২০১৩ সালে, তিনি তুর্কি ক্লাব ফেনারবাহচে-এ যোগদান করেন।
আলভেস ২০০৭ সালে, পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি পর্তুগালের হয়ে ২টি ফিফা বিশ্বকাপ, ৩টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ১টি ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৬ উয়েফা ইউরজয়ী পর্তুগাল দলের একজন সদস্য ছিলেন।