ব্রেট হার্ট | |
---|---|
জন্ম নাম | ব্রেট সারগিয়েন্ট হার্ট[১][২] |
জন্ম | ক্যালগারি, আলবের্তা, কানাডা[৩] | ২ জুলাই ১৯৫৭
শিক্ষা প্রতিষ্ঠান | মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়[৪] |
দাম্পত্য সঙ্গী | জুলি স্মাদু (বি. ১৯৮২; বিচ্ছেদ. ২০০২) সিনজিয়া রোতা (বি. ২০০৪; বিচ্ছেদ. ২০০৭) স্টেফনি ওয়াশিংটন (বি. ২০১০) |
সন্তান | ৪ |
পরিবার | হার্ট হ্যারি স্মিথ, দাদা[৫] |
ওয়েবসাইট | brethart |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | ব্রেট "দ্য হিটম্যান" হার্ট[৩] বাডি হার্ট[৩] |
কথিত উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[৬] |
কথিত ওজন | ২৩৫ পা (১০৭ কেজি)[৬] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | ক্যালগারি, আলবের্তা, কানাডা |
প্রশিক্ষক | স্টু হার্ট[৩][ক] কাদসুচি আদাচি[৩] কাজুও সাকুরাদা[৯] |
অভিষেক | ১৯৭৮[১০] |
অবসর | ২০০০[১১][খ] |
ব্রেট সারগিয়েন্ট হার্ট (জন্ম জুলাই ২, ১৯৫৭) একজন অবসর প্রাপ্ত কানাডিয়ান পেশাদার কুস্তিগির, অবসর প্রাপ্ত অপেশাদার কুস্তিগির, লেখক এবং অভিনেতা। তিনি হার্ট কুস্তি পরিবারের একজন সদস্য এবং দ্বিতীয় প্রজন্মের কুস্তিগির। ১৯৯০ সালের শুরুতে উত্তর আমেরিকান কুস্তিতে কৌশলগত কুস্তির জন্য তিনি বিখ্যাত। এছাড়াও তাকে সর্বকালের অন্যতম সেরা কুস্তিগির হিসেবে বিবেচ্য করা হয়। তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে তিনি তার অন্যনাম হিসেবে হিটম্যান ব্যবহার করেন।
হার্ট তার বাবা স্টু হার্ট এর স্টামপেড রেসলিং এ ১৯৭৬ সালে একজন রেফারি হিসেবে যোগ দেন এবং ১৯৭৮ সালে তার ইন রিং অভিষেক হয়। তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে ডাব্লিউডাব্লিউএফ থেকে (বর্তমান ডাব্লিউডাব্লিউই) এ অনেক সাফল্য অর্জন করেন। নভেম্বর ১৯৯৭ সালে মন্ট্রিয়ল স্ক্রিউজব এর কারণে ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং এ চলে আসেন। যেখানে তিনি ২০০০ সাল পর্যস্ত রেসলিং করেন। অক্টোবর ২০০০ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে অবসর নেন। তিনি ডাব্লিউডাব্লিউই তে ২০১০-২০১১ সালে ইন রিং প্রতিযোগিতায় ফিরে আসেন। ২০১০ সামারস্ল্যামে তিনি র এর জেনারেল ম্যানেজার হিসেবে উপস্থিত থাকেন। তিনি রেসলম্যানিয়া ৯, রেসলম্যানিয়া ১০ এবং রেসলম্যানিয়া ১২ এর মেইন ইভেন্ট করেন।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি