ব্লাঞ্চ বায়ি | |
---|---|
জন্ম | Tatah Larinatte Bailly ৮ আগস্ট ১৯৯৫ কুম্বা, ক্যামেরুন |
মাতৃশিক্ষায়তন | ব্যাপ্টিস্ট মাধ্যমিক বিদ্যালয় |
পেশা | সঙ্গীতশিল্পী, অভিনেত্রী, গীতিকার |
কর্মজীবন | ২০১৫–বর্তমান |
পুরস্কার | ২ |
বায়ি ল্যারিনেতে তাতাহ (জন্ম ৮ আগস্ট ১৯৯৫), পেশাগতভাবে ব্লাঞ্চ বায়ি নামে পরিচিত [১] একজন ক্যামেরুনীয় সঙ্গীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী। আগস্ট ২০১৬ এ তার প্রথম একক কাম উই স্টে রিলিজের পর তিনি প্রাথমিক স্বীকৃতি লাভ করেন। [১][২]
২০২৩ সালের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এবং বায়োডুন স্টিফেন পরিচালিত দ্য কুজুস এগেইন চলচ্চিত্রে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন।[৩][৪]
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |