প্রস্তুতকারক | সিঙ্গাপুর সরকার ডিজিটাল পরিষেবা |
---|---|
প্রবর্তন | ২৪ মার্চ ২০২০ |
শিল্প | ডিজিটাল যোগাযোগ সন্ধান |
উপযুক্ত হার্ডওয়্যার | অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন |
বাস্তব ক্ষমতা | ~১০ মি (৩৩ ফু)[১] |
ব্লুট্রেস (ইংরেজি: BlueTrace) একটি মুক্ত-উৎসের অ্যাপলিকেশন প্রোটোকল, যেটি আধুনিক কন্টাক্ট ট্র্যাচিং প্রযুক্তির ব্যবহার করে কোভিড-১৯ অতিমারির সংক্রমন রোধে সাহায্য করে। [২] প্রাথমিকভাবে সিঙ্গাপুর সরকার তাদের ট্র্যাচটুগেদার অ্যাপলিকেশনের জন্য এ প্রযুক্তিটির উদ্ভাবন করে। [৩] তারপর অস্ট্রেলিয়া প্রযুক্তিটি পরিগ্রহণ করে এবং নিউজিল্যান্ড পরিগ্রহণ করার করার কথা ভাবছে।[৪][৫] প্রটোকলটির একেবারে মূল নীতিগুলোর একটা হলো ব্যবহারকারীর গোপনীয়তার সুরক্ষা আর স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একসাথে কাজ করা। [৬]
ব্লুট্রেস ডিজাইনের পুরোটা সময় ব্যবহারকারী গোপনীয়তার কথা মাথায় রাখা হয়েছে। আর তা অর্জনের জন্য শুধুমাত্র নিবন্ধনের সময়ই ব্যবহারকারী তথ্য সংগ্রহ করা হয়, আর তা শুধুমাত্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এমন ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করা হয়। সাথে সাথে ব্যবহারকারীরা চায়লে যোকোনসময়ই এর থেকে বের হয়ে যেতে পারে, যেখানে সমস্ত ব্যক্তিগত তথ্য মুছে যাবে।