ভগবান দাস


ভগবান দাস
জন্ম(১৮৬৯-০১-১২)১২ জানুয়ারি ১৮৬৯
বেনারস, বেনারস রাজ্য
(বৰ্তমান বারাণসী, উত্তর প্রদেশ, ভারত)
মৃত্যু১৮ সেপ্টেম্বর ১৯৫৮(1958-09-18) (বয়স ৮৯)
সন্তানশ্রী প্রকাশ
পুরস্কারভারত রত্ন (১৯৫৫)

ভগবান দাস (১২ জানুয়ারি ১৮৬৯ – ১৮ সেপ্টেম্বর ১৯৫৮) স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক ও শিক্ষাবিদ, মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সহঃপ্ৰতিষ্ঠাপক। তিনি মদনমোহন মালব্য-এর সাথে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠার জন্যেও কাজ করেছিলেন।[] তিনি কিছুদিন ব্ৰিটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য ছিলেন; তারপর তিনি হিন্দুস্তানী সাংস্কৃতিক সমাজের সাথে জড়িত হয়েছিলেন এবং হিংসাত্মক ঘটনাকে প্ৰতিহত করতে প্ৰতিবাদ করেছিলেন। ১৯৫৫ সালে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্ৰদান করেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About Us—Mahatma Gandhi Kashi Vidyapith Varanasi"। Mahatma Gandhi Kashi Vidyapith। ২৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪ 
    • Masih, Niha (১ জানুয়ারি ২০১৫)। "Varanasi: The City of Bharat Ratnas"। NDTV। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]