ভগভদ্র | |
---|---|
'শুঙ্গ সম্রাট' | |
পূর্বসূরি | বজ্রমিত্র |
উত্তরসূরি | দেবভূতি |
ভগভদ্র (সংস্কৃত: भगभद्र) শুঙ্গ রাজবংশের সম্রাট ছিলেন, যিনি আনুমানিক ১১০ খ্রিস্টপূর্বাব্দে শাসন করেন। তার রাজধানী পাটলিপুত্র হলেও মনে করা হয় তিনি বিদিশা থেকেও শাসন পরিচালনা করতেন।
বিদিশা নগরীতে স্থাপিত হেলিওদোরাস স্তম্ভ থেকে ভগভদ্র সম্বন্ধে জানা যায়। এই স্তম্ভ থেকে জানা যায় যে, তক্ষশীলার বাসিন্দা দিওনের পুত্র তথা ইন্দো-গ্রিক শাসক আন্তিয়াল্কিদাস নিকেফোরোসের দূত হেলিওদোরাস ভগভদ্রের শাসনকালে বিদিশা নগরীতে উপস্থিত হয়ে বিষ্ণুর উদ্দেশ্যে এই স্তম্ভ স্থাপন করেন।[১] এই স্তম্ভে উৎকীর্ণ লিপি নিম্নরূপ-[২]
মূল ব্রাহ্মী লিপি | দেবনাগরী লিপিতে | বাংলা প্রতিলিপিকরণ |
---|---|---|
देवदेवस वा[सुदे]वस गरुडध्वजो अयम् |
দেবদেবস বা[সুদে]বস গরুড়ধ্বজো অয়ম্ |
ভগভদ্র
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী বজ্রমিত্র |
শুঙ্গ সম্রাট | উত্তরসূরী দেবভূতি |