ধন্য (ধান্না) | |
---|---|
জন্ম | চৌরু, ফাগি, জয়পুর, রাজস্তান | ২০ এপ্রিল ১৪১৪
মৃত্যু | অজ্ঞাত (১৫শ শতকের প্রথমে) ধুন কালান |
অন্যান্য নাম | ধন্য বৈরাগী, ধন্য জাট |
পেশা | কৃষক |
পরিচিতির কারণ | ধন্যবাসী বৈরাগী সম্প্রদায়; গুরু গ্রন্থ সাহিবের তিনটি স্তোত্রের রচয়িতা। |
ধন্য ভগৎ / ধান্না ভগৎ, যিনি ধন্য জাট, ধন্য জাট্ট, ধন্য বৈরাগী বা সন্ত ধন্য (জন্ম: ১৪১৫)[১] নামেও পরিচিত, হলেন একজন রহস্যবাদী কবি এবং একজন বৈষ্ণব ভক্ত, যার তিনটি স্তোত্র গুরু গ্রন্থ সাহিবে সংকলিত রয়েছে।[২]
ধন্য রাজস্থানের জয়পুর জেলার তহসিল ফাগির চৌরু গ্রামে ধলিওয়াল গোত্রের এক হিন্দু জাট পরিবারে জন্মগ্রহণ করেন[৩] এবং তিনি ভক্তি সাধক-কবি গুরু রামানন্দের শিষ্য ছিলেন।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কিদার নাথ শর্মা ১৯৪৫ সালে ধন্য ভগৎ নির্মাণ করেন যাতে কমল জামিনদার নাম ভূমিকায় অভিনয় করেন। ১৯৭৪ সালে দারা সিং অভিনীত ভারতীয় পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র ভগৎ ধন্য জাট মুক্তি পায়।[৪]