ভড়া | |
---|---|
গ্রাম | |
পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০৯′৪৪″ উত্তর ৮৭°২৩′১৬″ পূর্ব / ২৩.১৬২৩৪৩° উত্তর ৮৭.৩৮৭৬৫৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৯৭০ |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭২২১৫৭ |
টেলিফোন/এসটিডি কোড | ০৩২৪৪ |
লোকসভা কেন্দ্র | বিষ্ণুপুর |
বিধানসভা কেন্দ্র | বিষ্ণুপুর |
ওয়েবসাইট | bankura |
ভড়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।
ভড়া ২২°৪৬′১৪.৫″ উত্তর অক্ষাংশ এবং ৮৬°৪৭′৩৭.৩″ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভরার মোট জনসংখ্যা ছিল ২,৯৭০ জন। এর মধ্যে ১,৪৯৩ জন (৫০%) পুরুষ এবং ১,৪৭৭ জন (৫০%) মহিলা। ০-৬ বছর বয়সী শিশুদের সংখ্যা ছিল ৩০৯। ভরায় ৬ বছরের ঊর্ধ্বে মোট ১,৬৭৯ জন (৬৩.১০%) ব্যক্তি শিক্ষিত ছিলেন। [১]
স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত এবং এখানে বাংলা, সংস্কৃত, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, সঙ্গীত, ভূগোল বিষয়ে অনার্স এবং সাধারণ কলা পাঠক্রম উপলব্ধ। এই প্রতিষ্ঠানটির নামকরণ হয়েছে নিম্বার্ক সম্প্রদায়ের ৫৬তম আচার্য শ্রী মহন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবার নামে, যিনি ভরাতে জন্মগ্রহণ করেছিলেন।[২][৩]
ভড়া ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা উচ্চ বিদ্যালয় ১৯০৩ সালে প্রতিষ্ঠিত একটি বাংলা মাধ্যম সহশিক্ষা প্রতিষ্ঠান। এখানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানোর সুবিধা রয়েছে। বিদ্যালয়ে ৫টি কম্পিউটার, ২,৫০০ বইয়ের একটি গ্রন্থাগার এবং একটি খেলার মাঠ রয়েছে। [৪]
ভড়াতে ২ শয্যাবিশিষ্ট একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। [৫]