ভদ্ৰা বা যক্ষী, শ্ববি, রিদ্ধি ও কুবেরি হচ্ছে শুভ বিষয়ের দেবী, তাকে উপদেবতা কুবেরের পত্নী হিসাবে বৰ্ণনা করা হয়। ভদ্ৰা ও কুবেরের নলকুবের, মণিগ্রীব ও ময়ূরজা নামে তিনটি পুত্ৰ এবং মীনাক্ষী নামে একটি কন্যাসন্তান ছিল। পরে রাবণ যখন লংকা রাজ্য অধিগ্ৰহণ করে তিনি তার স্বামীর সাথে অলকাপুরীতে স্থানান্তরিত হয়েছিলেন।[৫][৬][৭][৮]
↑Gopal, Madan (১৯৯০)। K.S. Gautam, সম্পাদক। India through the ages। Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India। পৃষ্ঠা 75। ওসিএলসি500185831।