ভবঙ্গ বা ভবঙ্গ-চিত্ত হলো থেরবাদ বৌদ্ধধর্মের অভিধম্মে বর্ণিত ইচ্ছাকৃত চেতনা (চিত্ত) এর নিষ্ক্রিয় পদ্ধতি।[১] এটি মানসিক প্রক্রিয়া যা মৃত্যু ও পুনর্জন্মের মুহুর্তে পরবর্তী মানসিক প্রক্রিয়াকে শর্ত দেয়।[১] এটি একচেটিয়াভাবে থেরবাদ মতবাদ যা সর্বাস্তিবাদী ও সৌত্রান্তিক তত্ত্বের থেকে আলাদা, এবং অষ্টচেতনার মহাযান ধারণার সাথে তুলনা করা হয়েছে।[২][৩]