ডঃ ভবেন্দ্রনাথ শইকীয়া অসমের একজন প্রসিদ্ধ উপন্যাসিক, গল্পলেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন। অসমীয়া সাহিত্যে ডঃ ভবেন্দ্র নাথ শইকীয়া কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা, আত্মজীবনী ও শিশু সাহিত্য রচনা করে যথেষ্ট অবদান রেখেছেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আণবিক পদার্থ বিজ্ঞান বিষয়ে ডক্তরেত ডিগ্রী লাভ করেছেন। তারপর তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে রিডার হিসেবে কর্মজীবন আরম্ভ করেছিলেন। তিনি অসমীয়া ভাষায় প্রকাশিত প্রান্তিক পত্রিকা ও শিশু সাহিত্য সঁফুরা পত্রিকার প্রতিষ্ঠাপক ও সম্পাদক ছিলেন। ভ্রাম্যমাণ থিয়েটারের জন্য তিনি নাটক রচনা করতেন। তিনি সর্বমোট আঠটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যার মধ্যে সাতটি চলচ্চিত্রের জন্য ভারত সরকার থেকে রজত পুরস্কার পেয়েছিলেন। ১৯৭৬ সনে সাহিত্য একাডেমী পুরস্কার ও ১৯৯০ সনে তিনি অসম উপত্যকা সাহিত্য বটা পুরস্কার ও পদ্মশ্রী সম্মান লাভ করেছিলেন।
১৯৩২ সনের ২০ ফেব্রুয়ারি মাসে নগাও শহরে ভবেন্দ্রনাথ শইকীয়ার জন্ম হয়েছিল। ১৯৪৮ সনে তিনি ষ্টার মার্ক্স সহ প্রবেশিকা পরীক্ষায় পাশ হয়ে গুয়াহাটির কটন মহাবিদ্যালয়ে নামভর্ত্তি করেন ও ১৯৫২ সনে তিনি পদার্থ বিজ্ঞানে বি.এস.সি পাশ করেন। ১৯৫৫-১৯৫৬ সনে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে এম.এস.সি ডিগ্রী লাভ করেন ও উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাত্রা করেন। ১৯৬১ সনে তিনি লন্ডন কলেজ থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন ও লন্ডনের কলেজ ইম্পেরিয়াল অফ সাইন্স ও টেকনোলজী থেকে ডিপ্লোমা লাভ করেছিলেন।
ভবেন্দ্রনাথ শইকীয়া গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে রিডার হিসেবে প্রথম কর্মজীবন আরম্ভ করেছিলেন। তিনি লেখা গল্প ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। তিনি অসমীয়া ভাষায় প্রকাশিত প্রান্তিক পত্রিকা ও শিশু পত্রিকা সঁফুরার প্রতিষ্ঠাপক ও সম্পাদক ছিলেন।
ডঃ ভবেন্দ্রনাথ শইকিয়া প্রীতি শইকীয়াকে বিবাহ করেছিলেন। তাহাদের দুইটি কন্যা সন্তান ছিল।
২০০৩ সনের ১৩ আগস্টে রোগাক্রাম্ত ডঃ ভবেন্দ্র নাথ শইকীয়ার মৃত্যু হয়েছিল।
প্রবন্ধ সংকলন- শেষ পৃষ্ঠা (৪ খণ্ড)৷
বছর | চলচ্চিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|
১৯৭৭ | সন্ধ্যারাগ | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৭৭) ১৯৭৮ সালের কান চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত[১] |
১৯৮১ | অনির্বাণ | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৮১) |
১৯৮৫ | অগ্নিস্নান | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৮৫) |
১৯৮৮ | কোলাহল | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৮৮) |
১৯৯১ | সারথি | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৯২) |
১৯৯৩ | আবর্তন | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৯৪) |
১৯৯৫ | ইতিহাস | অসমীয়া | রজত কমল পুরস্কার (১৯৯৬) |
কালসন্ধ্যা | হিন্দী | আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত ও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত।[১] |